নিজস্ব প্রতিবেদন :  নিজের ৩০০ তম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে কিছুই করতে পারেন নি মহেন্দ্র সিং ধোনি। মাত্র ২ রানে আউট হয়েছেন। তার আগে উইকেটের পিছনে দাঁড়িয়ে একটা দুরন্ত স্টাম্পিং আর একটা ক্যাচ ধরেছেন ধোনি। কিন্তু ক্রিকেটিয় পারফরম্যান্সের বাইরে এদিন হ্যামিলটনে ধোনি যা করলেন তাকে কুর্নিশ জানাচ্ছেন সবাই।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার হ্যামিলটনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তখন ফিল্ডিং করছে ভারত। আর নিরাপত্তার বেড়া টপকে এক ধোনি ভক্ত সোজা মাঠে ঢুকে মহেন্দ্র সিং ধোনিকে প্রনাম জানাতে থাকেন। ধোনি অবশ্য বিচলিত হননি। কিন্তু সেই ভারতীয় ভক্তের হাতে ছিল একটি তেরঙ্গা। যেটা মাটিতে লুটোচ্ছিল। ধোনি সেই তেরঙ্গা তুলে তা সঙ্গে সঙ্গে এক নিরাপত্তাকর্মীর হাতে দেন। আর ভক্তের পিঠ চাপড়ে দেন মাহি।



আসলে তাঁর কাছে সবার আগে দেশ। আরও একবার তারই প্রমাণ দিলেন মহেন্দ্র সিং ধোনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে তেরঙ্গার সম্মান রক্ষায় মাহি যা করলেন, তাকে সত্যিই কুর্নিশ জানাতে হয়। মাহির দেশপ্রেমের সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।     


আরও পড়ুন - দীনেশ কার্তিক কি ধোনি? শেষ ওভারে সিঙ্গল না নেওয়ায় ট্রোলড ডিকে!