নিজস্ব প্রতিবেদন : অবিশ্বাস্য বললেও কম বলা হয়। তাই তো তিনি আধুনিক ফুটবলের 'যুবরাজ'। রবিবার স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়াদাদের বিরুদ্ধে দুরন্ত গোল করলেন বার্সেলোনার ফরওয়ার্ড লিওনেল মেসি। গোলপোস্টের ৩০ গজ দূর থেকে ফ্রি কিকে গোল করে গোটা বিশ্বকে আরও একবার তাক লাগিয়ে দিলেন আধুনিক ফুটবলের এই 'যুবরাজ'। ম্যাচটি ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সোশাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওটিতে দেখা গিয়েছে রিয়াল সোসিয়াদাদের ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে বলটি কিক করলেন মেসি। কিকের টেকনিক ও হাওয়াকে কাজে লাগিয়ে বলটি নেটবন্দি করেন তিনি। সেই সময় কার্যত কিছুই করার ছিল না রিয়ালের গোলকিপারের। সোশাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই তা ভাইরাল।


আরও পড়ুন- দুরন্ত ছন্দে বার্সেলোনা, জয়ের নায়ক সেই মেসি