নিজস্ব প্রতিবেদন : ভ্যালেন্টাইন'স ডে-তে সমর্থকদের বিরাট উপহার দিলেন RCB। কিছুতেই আইপিএলে ভাগ্যের চাকা ঘুরছে না বিরাট কোহলির দলের। একের পর এক আইপিএল মরশুম যাচ্ছে। কিন্তু কোহলির আরসিবি আর সাফল্য পাচ্ছে না। তাই কি পালটে গেল লোগো?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৩ ফেব্রুয়ারি, বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির টুইটার পেজ, ইনস্টাগ্রাম থেকে প্রোফাইল পিকচার , কভার পিকচার উধাও! যা দেখে রীতিমতো অবাক খোদ দলের অধিনায়ক বিরাট কোহলি। RCB সূত্রে খবর, ব্র্যান্ড মেকওভারের জন্যই নাকি টুইটার-ইনস্টাগ্রাম থেকে ছবি ডিলিট করে দেওয়া হয়েছে।


শুক্রবার ভ্যালেন্টাইন'স ডে-তে নতুন করে আত্মপ্রকাশ করল RCB-র লোগো।  যেখানে লেখা, বোল্ড প্রাইড আর চ্যালেঞ্জ স্পিরিটের কথাই বলা হয়েছে। সঙ্গে লেখা নতুন দশকে,নতুন RCB, এবং আমাদের নতুন লোগো।



আরও একটি ভিডিয়ো টুইটে লেখা হয়েছে, এক নতুন অধ্যায়ের শুরু।




টানা ১২ বছর আইপিএল খেলার পরও ক্যাপ্টেন কোহলির ঝুলিতে নেই কোনও সাফল্য। আনলাকি থার্টিন সিজনে কি লোগো বদলে ভাগ্য ফিরবে বিরাটের দলের? উত্তরটা সময়ই বলবে।


আরও পড়ুন - অবসর ভেঙে আবার খেলবেন সচিন তেন্ডুলকর! ৭ মার্চ হাইভোল্টেজ ম্যাচ মুম্বইয়ে