নিজস্ব প্রতিবেদন:   অস্ট্রেলিয়া- ভারত হাইভোল্টেজ সিরিজ শুরুর আগে  ক্রিকেটাররা খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে সম্মিলিতভাবে বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। এই অভিনব উদ্যোগের কথা আগেই জানান হয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-ভারত প্রথম একদিনের ম্যাচের আগে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলের ক্রিকেটাররা খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে সম্মিলিতভাবে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন।


 



'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে বিশ্বের সর্বস্তরের মানুষের সঙ্গে সামিল হয়েছিল ক্রীড়াজগৎ। পিছিয়ে থাকেনি ক্রিকেটও। ব্যক্তিগত কিংবা দলগতভাবে হাঁটু মুড়ে বিশেষ ভঙ্গিমায় বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন ক্রিকেটাররা। এবার বর্ণবৈষম্যের বিরুদ্ধে অভিনব উদ্যোগ নিল অস্ট্রেলিয়া এবং ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকে বর্ণবৈষম্যের বিরুদ্ধে এই ভাবেই বার্তা দিলেন স্মিথ-কোহলিরা।


 


আরও পড়ুন - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই নেই ইশান্ত, রোহিতকে নিয়ে বোর্ডের নতুন বিবৃতি