নিজস্ব প্রতিবেদন: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore, RCB) স্টার লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga) অসাধারণ পারফর্ম করেছেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (Kolkata Knight Riders, KKR)। নির্দিষ্ট কোটার ৪ ওভার বল করে ২০ রান দিয়ে শ্রীলঙ্কার স্পিনার তুলে নেন চার উইকেট। তাঁর গুগলি ও গতির বৈচিত্র্যে নাস্তানাবুদ হয়েছেন কেকেআরের ব্যাটাররা। হাসারঙ্গার দুরন্ত স্পেলের সৌজন্যেই আরসিবি মাত্র ১২৮ রানে কেকেআরকে বেঁধে দিয়েছিল। জবাবে আরসিবি ৪ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের সেরা হয়েছেন হাসারঙ্গা। আরসিবি-র ( RCB) ১০ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটারের শুধু পারফরম্যান্সই আলোচনায় আসেননি, চর্চায় তাঁর উইকেট সেলিব্রেশনও। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) সুনীল নারিন (Sunil Narine), শেলডন জ্যাকসন (Sheldon Jackson) ও টিম সাউদির (Tim Southee) উইকেট নিয়ে কেকেআরের ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দিয়েছেন হাসারঙ্গা। ম্যাচের পর তিনি জানালেন কেন উইকেট নেওয়ার পর ওভাবে সেলিব্রেট করেন। হাসারঙ্গা বলছেন, "আমার ফেভারিট ফুটবলার নেইমার। আমি ওর সেলিব্রেশনই অনুকরণ করি। আমি যখন খেলি তখন কোনও চাপ নিই না। সেই জন্যই মনে হয় সফল হতে পারি।" চলতি আইপিএলে আরসিবি-র জার্সিতে প্রথম ম্য়াচে হাসারঙ্গা ৪০ রানে এক উইকেট নিয়েছিলেন।


আরও পড়ুন:  IPL 2022, KKRvsRCB: দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের জন্য RCB-র বিরুদ্ধে লড়েও হারল KKR


আরও পড়ুন: Qatar World Cup 2022: কাতারেই কি শেষ বিশ্বকাপ? ইনস্টাগ্রামে ইঙ্গিত দিয়ে জল্পনা বাড়ালেন Cristiano Ronaldo


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)