ওয়েব ডেস্ক: একটা হ্যাটট্রিক। আর তার জেরেই গোটা ক্রিকেটবিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কূলদীপ যাদব। ২২ বছর বয়সী এই চায়নাম্যান বোলার বৃহস্পতিবার পর পর তিন বলে ফিরিয়ে দিয়েছিলেন ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার এবং কামিন্সকে। দেশের প্রথম স্পিনার হিসেবে একদিনের ক্রিকেটে হ্যাটট্রিক করলেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার। এর আগে ভারতের হয় একদিনের ক্রিকেটে ১৯৮৭ সালে হ্যাটট্রিক করেছিলেন চেতন শর্মা। আর ১৯৯১ সালে হ্যাটট্রিক করেছিলেন কপিল দেব। তাঁরা দু'জনই ছিলেন পেসার। কূলদীপ প্রথম ভারতীয় স্পিনার হিসেবে এই কাজটি করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জানেন, কূলদীপকে কোথায় বল করতে বলেছিলেন ধোনি?


অবশ্য কূলদীপের জীবনে এটা মোটেও প্রথম হ্যাটট্রিক নয়। ভারতের জার্সি গায়েই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। দুবাইতে সেই ম্যাচে কূলদীপ পর পর তিন বলে একে একে ফিরিয়ে দিয়েছিলেন স্কটিশ ব্যাটসম্যান নিক ফারার, কাইল স্টার্লিং এবং অ্যালেক্স বাউমকে। তাঁর ইডেনের হ্যাটট্রিক তো এতবার দেখে ফেললেন। এবার দেখে নিন, কূলদীপের আগের সেই হ্যাটট্রিক।


 


আরও পড়ুন  ওয়েন রুনির সংসারে কি ভাঙন ধরতে চলেছে?