জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবাসরীয় লুসেল স্টেডিয়ামে কাপযুদ্ধের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স ( Argentina-France)। বিশ্বকাপের রং কি হবে? নীল নাকি নীলের সঙ্গে জুড়বে সাদাও। মেগাফাইনালে (FIFA World Cup 2022 Final) কে হাসবে শেষ হাসি? ভবিষ্যদ্বাণীর ঝড় উঠে গিয়েছে। সাধারণ থেকে সেলেব হয়ে ভবিষ্যৎদ্রষ্টা! বাদ নেই কেউই। সেই তালিকায় এবার কিংবদন্তি ব্রিটিশ ফুটবলার ওয়েন রুনি (Wayne Rooney)। যিনি এই মুহূর্তে রয়েছেন ভারতে। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের বিশেষজ্ঞ প্যানেলের অন্যতম নক্ষত্র তিনি। রুনি বলছেন যে, কাপ উঠবে আর্জেন্টিনার (Argentina) হাতেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক সর্বভারতীয় দৈনিকের জন্য কলম ধরেছেন রুনি। সেখানে তিনি লিখেছেন, 'আর্জেন্টিনা প্রায় শ্রমিক শ্রেণির দল। অত্যন্ত জেদি ওরা। হারানো কঠিন। ওরা লড়াই করবে। আর এই লড়াই হবে মেসির জন্য। ওদের অধিনায়ক দলকে জেতাবে। ওরা জানে কীভাবে কাপ জিততে হয়। আমার চোখে মেসি অনেকটা মারাদোনার মতোই। মারাদোনা যেভাবে বাকিদের কাটিয়ে গোল করতেন, অনেকটা সেরকমই মেসি। পাস থেকে শুরু করে শুটিং এবং ক্রস। ওর দৃষ্টিভঙ্গি আলাদা। সব আছে ওর মধ্যে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যেভাবে জুলিয়ান অ্যালভারেজকে ও গোলটি সাজিয়ে দিয়েছিল, আমরা তা সকলেই দেখেছি। গোয়ার্দিওল ওকে ডিফেন্ড করতে এসেছিল। ওকে রুখে দেওয়ার সব রকম চেষ্টাই করেছিল। কিন্তু তাও মেসি লাইন ধরে খেলে, পারফেক্ট কাটব্যাক করেছিল আলভারেজকে। দেখার মতো ছিল ওই অ্যাসিস্ট।'


আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup Final 2022: চোটের 'গল্প' উড়িয়ে বদলার মেগা ফাইনালের আগে কী বললেন লিওনেল মেসি? জানতে পড়ুন


আরও পড়ুনWatch | Miss Bum Bum: মেসি তাঁর বুকে, হতবাক করা পোস্ট! 'বিশ্বকাপের গার্লফ্রেন্ড'কে বিঁধে আগুন সুজির


২০১৪ বিশ্বকাপে মেসি ট্রফির অত্যন্ত কাছে এসেও ছুঁয়ে দেখতে পারেননি কাপ। জার্মানি ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। মেসি বিশ্বকাপে নামার আগেই বলেছিলেন যে, কাতার বিশ্বকাপই তাঁর শেষ, দেশকে ফাইনালে তুলেও ফের বলেছেন সেই কথা। আর্জেন্টিনা কাতারের অভিযান শুরু করেই মুখ থুবড়ে পড়েছিল। সৌদি আরব ২-১ হারিয়ে দেয় লা আলবিসেলেস্তেদের। তবে এরপরেই আর্জেন্টিনা ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে আগুনে ফুটবল খেলতে শুরু করে সব হিসেব বদলে দিয়েছে। ব্রাজিলকে হারিয়ে গতবছর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। ২৮ বছর পর কোপা জয় পায় মারাদোনার দেশ। নীল-সাদা জার্সিতে ট্রফির খরা কাটিয়ে ছিলেন লিও। মেসিরা হাতে বিশ্বকাপ দেখার জন্য আশায় বুক বাঁধছেন মেসির গোটা বিশ্বের সমর্থকরা। এখন দেখার বাঁ-পায়ের জাদুকর শেষ ল্যাপে ম্যাজিক করতে পারেন কিনা!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)