ওয়েব ডেস্ক: আজ কলম্বিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে আমেরিকার কাছে ০-৩ ব্যবধানে হেরে যাওয়ার পর, আজকের ম্যাচ প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে অমরজিত, রহিম আলিদের জন্য। আর তাই ম্যাচের আগে ভারতীয় দলের কোচ মাতোসের প্রতিশ্রুতি যে, তাঁর দল শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে। মাতোস বলেছেন, 'কলম্বিয়া শক্তিশালী প্রতিপক্ষ। তাই ওসব ভেবে আমাদের লাভ নেই। আমরা, আমাদের নিজেদের শক্তি নিয়েই ভাবছি। ওরা শারীরিকভাবেও আমাদের টেক্কা দিতে চাইবে। কিন্তু, আমরাও তৈরি রয়েছি।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দেশে ফেরার সময় ভারতকে নিয়ে মন ছুঁয়ে যাওয়া পোস্ট করলেন স্টিভ স্মিথ


প্রসঙ্গত, এবারের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের মতোই হেরে গিয়েছিল কলম্বিয়াও। ঘানার কাছে তারা হারে ০-১ ব্যবধানে। মাতোস আরও বলেছেন, 'জেতা ছাড়া আমাদের আর কোনও রাস্তা নেই। তাই জেতার জন্য আমরা আমাদের পুরো শক্তি উজাড় করে দেব। ছেলেদের বুঝিয়েছি, এই ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলে আমরা ইতিহাস গড়বো।'


আরও পড়ুন  চিলির ফুটবলাররা জাতীয় সঙ্গীত নিয়ে যা করল, তা গর্বিত করেছে সবাইকে