দেশে ফেরার সময় ভারতকে নিয়ে মন ছুঁয়ে যাওয়া পোস্ট করলেন স্টিভ স্মিথ

Updated By: Oct 9, 2017, 11:14 AM IST
দেশে ফেরার সময় ভারতকে নিয়ে মন ছুঁয়ে যাওয়া পোস্ট করলেন স্টিভ স্মিথ

ওয়েব ডেস্ক: তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হওয়ার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করে দিয়েছিল যে, স্টিভেন স্মিথ কাঁধের চোটের জন্য টি২০ সিরিজে আর খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয় অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে। আর টি২০ সিরিজে স্মিথের পরিবর্তে দলের অধিনায়কত্ব করবেন ওপেনার ডেভিড ওয়ার্নার। সেই অনুযায়ী, রাঁচিতে সিরিজের প্রথম টি২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন ওয়ার্নার। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েও দেয় ভারত।

আরও পড়ুন ধোনির মেয়ে জিভার সঙ্গে বিরাটের এই ভিডিও এখন ভাইরাল

এবার দেশে ফিরে গেলেন স্টিভেন স্মিথ। আগামী ২২ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজ। কাঁধের চোট সারিয়ে স্মিথ তখনই ফিরে আসবেন বলে মনে করা হচ্ছে। ভারত ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছেন অজি অধিনায়ক। সঙ্গে মন ছুঁয়ে যাওয়া ক্যাপশন। একবার দেখেই নিন, ভারতকে এইবারের মতো বিদায় জানানোর সময় কী বলে গেলেন স্টিভ স্মিথ।

 

আরও পড়ুন  যে চারটে কারণে, রাঁচির পর ভারতের সামনে মাঠে নামতেই ভয় পাবে অজিরা

.