ব্যুরো: যুবরাজ সিং এবং মহেন্দ্র সিং ধোনি। দুজনের মধ্যে চূড়ান্ত ইগো সমস্যা। সম্পর্ক ভাল নেই বিশ্ব ক্রিকেটের এই দুই বিগ হিটারের মধ্যে। একে অপরকে পছন্দ করেন না। এমনকি দুজনের তিক্ততার সম্পর্কের ব্যাপারে একাধিকবার মন্তব্য করেছেন যুবির বাবা যোগরাজ সিংও। বাইরে এমনটাই ছবি ধোনি-যুবির সম্পর্কের। তবে যাবতীয় জল্পনা এবং গুজবে ইতি টানলেন ভারতের এই দুই চ্যাম্পিয়ন ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পর ধোনিকে পাশে নিয়ে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করলেন যুবরাজ সিং। এক সঙ্গে খেলার অভিজ্ঞতা শেয়ার করলেন দুজনে। আরও পড়ুন- 'অধিনায়কত্ব থেকে অবসর', ধোনির সিদ্ধান্ত নিয়ে মুখ খুললনে যুবরাজ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


ভারতীয় ক্রিকেট দলের বহু সাফল্যের সাক্ষী ছিল ধোনি-যুবরাজ জুটি। দুহাজার এগারো সালে বিশ্বকাপ জয়ের দিনও ক্রিজে ছিলেন দুজনে।