ওয়েস্ট ইন্ডিজ- ২৪৫/৫।। ভারত- ২৪৪/৪


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: হতে পারত ভারতের সেরা জয়ের সেরা ইনিংস। হয়ে গেলেন ট্র্যাজিক হিরো। কুড়ি ওভারে ২৪৫ রকানের রেকর্ড রানা তাড়া করে একেবারে জয়ের দোরগড়া থেকে ফিরে এল ভারত। শেষ বলে জেতার জন্য দরকার ছিল ২ রান। সেখানে সিএসকে-র সতীর্থ ব্রাভোর শেষ বলে আউট হয়ে গেলেন ধোনি। ফল, মার্কিন মুলুকে ঐতিহাসিক জয় মাঠেই ফেলে এলেন ধোনি। অথচ এই ম্যাচটা সবটাই হয়ে যেতে পারত লোকেশ রাহুলের। ৫১ বলে ১১০ রানের রাহুলের অপরাজিত ইনিংসটা টি২০ ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস হয়ে থাকল, তবে ম্যাচ জেতানো হল না ধোনির জন্য।


আরও পড়ুন- লিউয়িসরা যা ঝড় তুললেন, তাতে তো আমেরিকা এবার বেসবল ছেড়ে ক্রিকেটই খেলবে


শেষ ওভারে জিততে করতে হত ৮ রান। ব্রাভোর প্রথম বলেই ধোনির সহজ ক্যাচ ফেলে দেন স্যামুয়েলস। সুযোগ পেয়েও ধোনি কাজে লাগাতে পারলেন না। শেষ ওভারে ধোনি কেমন যেন মিইয়ে গেলেন। শেষ বলে সেই স্যামুয়েলেসর কাছেই ধরা পড়লেন। অথচ ধোনির ৪৩ রানের ইনিংসটা ওই শেষ ওভারটা বাদ দিলে ছিল দারুণ ঝকঝকে। কোহলি (১৬)ও ব্যাট হাতে তেমন কিছু করতে পারলেন না। তবে রোহিত শর্মার ২৮ বলে ৬২ রানের ইনিংসে জয়ের একটা আলো খুঁজে দেয়। সেই বিন্দু আলো থেকে জয়ের সিন্ধু এনেই দিয়েছিলেন রাহুল। কিন্তু হায় রে...  


আজ সন্ধ্যা ৭টা থেকে দ্বিতীয় টি২০।