নিজস্ব প্রতিবেদন:   মার্কিন পুলিসের হাতে নির্মমভাবে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। বর্ণবৈষম্যর বিভাজন মারাত্মকভাবে মাথা চাড়া দিয়ে উঠছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বর্ণবৈষম্যের বিরুদ্ধে একজোট হয়ে হাঁটু মুড়ে প্রতিবাদ জানাতে পারেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। দলের সকলের মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ফ্লয়েডের মৃত্যুর পর বুন্দেশলিগা ম্যাচে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু মুড়ে প্রতিবাদ জানিয়েছেন ফুটবলাররা। বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। 'ব্ল্যাক লাইভস ম্যাটার ' এই আন্দোলনের মাধ্যমে উজ্জীবিত করা হচ্ছে। ক্রিকেট আর বর্ণবৈষম্য এখন আলোচনার বিষয়। তবে এই নিয়ে আইসিস-র ভূমিকায় সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডার। ব্যক্তিগতভাবে তাঁর এই ধরণের কোনও ঘটনার অভিজ্ঞতা নেই। তবে সকলে মিলে এখন সাম্যবাদের জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাতে হবে বলেই মনে করেন হোল্ডার।  
 


আরও পড়ুন - আগামী শিক্ষাবর্ষ থেকে ঐচ্ছিক নয়,পাঠক্রমে বাধ্যতামূলক করা হবে ক্রীড়া: রিজিজু