নিজস্ব প্রতিবেদন: তিনি বিপক্ষ দলের ফুটবলারদের ঘুম কাড়েন। এবার তাঁরই ঘুম কেড়ে নেওয়া হল। ইরান-পর্তুগাল ম্যাচের আগের দিন মধ্যরাতে পর্তুগাল হোটেলের সামনে ইরানের সমর্থকরা ড্রাম বাজিয়ে তান্ডব চালান। ফলে ঘুম ভেঙে যায় রোনাল্ডোর। বাধ্য হয়ে হোটেলের জানালায় এসে ইরান সমর্থকদের ড্রাম বাজাতে না করেন রোনাল্ডো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ছলে বলে কৌশলে শত্রু নিধন করো। এই প্রবাদবাক্যে বিশ্বাসী ইরানের সমর্থকরা। তাই ইরান-পর্তুগাল ম্যাচের আগেরদিন মধ্যরাতে পর্তুগাল হোটেলের সামনে ইরানের শতাধিক সমর্থক ড্রাম সহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে কার্যত তান্ডব চালায়।


আরও পড়ুন- সুয়ারেজ-কাবানির গোলে সহজ জয় উরুগুয়ের! গোল করেও হারল 'মিশরীয় মেসি'


ইরানের সমর্থকদের উদ্দেশ্য সফল। রাজার ঘুমে ব্যঘাত। ইরানের সমর্থকদের তান্ডবে ঘুম ভেঙে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ঘুম থেকে উঠে হোটের জানালায় এসে ইরানের সমর্থকদের ড্রাম বাজাতে এবং চিত্কার করতে না করেন রোনাল্ডো। হোটেলের ঘর থেকেই রোনাল্ডো আকার-ইঙ্গিতে জানান তিনি ঘুমোচ্ছেন।


আরও পড়ুন- আন্তর্জাতিক ম্যাচই খেলেননি! ‘আনকোরা’ আরমানিই নাইজেরিয়া ম্যাচে মেসিদের ‘গেট-কিপার’


সি আর সেভেনের ঘুম ভাঙিয়ে তাঁর গতি রোধ করা কি সম্ভব? এর পাওয়া যাবে  আর কিছুক্ষণের মধ্যেই।