নিজস্ব প্রতিবেদন : ১৩ বলে ৪৮। আচ্ছা, এই ইনিংসের কথা পাশে রাখুন। এবার ভাবুন, চার ম্যাচে ২২ টা ছক্কা। হায়দরাবাদের বিরুদ্ধে চারটে। পাঞ্জাবের বিরুদ্ধে পাঁচটা। দিল্লির বিরুদ্ধে ছটা। এবার আরসিবির বিরুদ্ধে সাতটা ছক্কা। 'ছক্কার রাজা' বলে বাংলা অভিধানে কোনও শব্দ যদি থাকত, সেটা আন্দ্রে রাসেলের পকেটে চলে আসত। টি-২০ ফরম্যাটে আক্রমণাত্মক হওয়াটা স্বাভাবিক। তাই বলে এতটা আক্রমণাত্মক! লো ফুলটস হোক বা গুড লেন্থ, যে কোনও ডেলিভারি তিনি বাউন্ডারির বাইরে ফেলছেন। তাঁর এমন ছক্কা মারার স্কিলকে অসুরোচিত বলে ব্যাখ্যা করছেন অনেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  IPL 2019, RCBvKKR: রাসেল ঝড়ে বিধ্বস্ত বিরাট বাহিনী, দুরন্ত জয় নাইটদের



আরও পড়ুন-  দুটো হাত নেই, তবু দারুণ বোলার! প্রতিভা চেনালেন ঋদ্ধিমান সাহা


২০ বলে তখন ৬৮ রান বাকি ছিল। কী করে ভাবলেন যে অসম্ভবকে সম্ভব করে দেবেন! রাসেল ছোট্ট উত্তর দিয়ে বললেন, ''টি-২০ ক্রিকেটে সব হয়। একটা ওভার খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি নিজের উপর বিশ্বাস হারাই না। হ্যান্ড টু আই কম্বিনেশন ঠিকঠাক রেখে খেলার চেষ্টা করেছি। ডাগ-আউটে বসে থেকে উইকেটের আচরণ লক্ষ্য করছিলাম।''