দেশের জার্সি গায়ে মেসি যা যা জিতেছেন
হার, হার এবং হার। পরাজয়ের পুষ্প বৃষ্টিতে ক্রন্দনরত ঈশ্বর চললেন, আর ফিরবেন না। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির মালিক বলে দিলেন, অনেক হয়েছে, আর নয়, আর্জেন্টিনার হয়ে আর খেলব না। মেসি দলে আছেন আর আর্জেন্টিনা জিতেছে এমন ঘটনা মনে পড়ছে? ২০০৭ কোপা আমেরিকা রানার্স। ২০১৪ বিশ্বকাপ রানার্স। ২০১৫ কোপা আমেরিকা রানার্স। ২০১৬ আবারও রানার্স আর্জেন্টিনা। ১১৩ ম্যাচ, ৫৫ গোলের মালিক, আর্জেন্টিনার নীল-সাদা জার্সি গায়ে তিনিই সর্বকালের সেরা গোল স্কোরার। ব্যাক্তিগত সাফল্যে একেবারে `এভারেস্টে` মেসি। ৯বার দেশের বর্ষসেরা ফুটবলারও তিনি। কোপা আমেরিকার সেরা ফুটবলার, বিশ্বকাপের সেরা ফুটবলার, সবই পাওয়া হয়ে গিয়েছে। দেশ কি কিছু পেল তাতে? হ্যাঁ, হয়েছে। এমন ঘটনা ঘটেছে যেখানে মেসি দলে আর সাফল্যের চূড়ায় আর্জেন্টিনা।
ওয়েব ডেস্ক: হার, হার এবং হার। পরাজয়ের পুষ্প বৃষ্টিতে ক্রন্দনরত ঈশ্বর চললেন, আর ফিরবেন না। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির মালিক বলে দিলেন, অনেক হয়েছে, আর নয়, আর্জেন্টিনার হয়ে আর খেলব না। মেসি দলে আছেন আর আর্জেন্টিনা জিতেছে এমন ঘটনা মনে পড়ছে? ২০০৭ কোপা আমেরিকা রানার্স। ২০১৪ বিশ্বকাপ রানার্স। ২০১৫ কোপা আমেরিকা রানার্স। ২০১৬ আবারও রানার্স আর্জেন্টিনা। ১১৩ ম্যাচ, ৫৫ গোলের মালিক, আর্জেন্টিনার নীল-সাদা জার্সি গায়ে তিনিই সর্বকালের সেরা গোল স্কোরার। ব্যাক্তিগত সাফল্যে একেবারে 'এভারেস্টে' মেসি। ৯বার দেশের বর্ষসেরা ফুটবলারও তিনি। কোপা আমেরিকার সেরা ফুটবলার, বিশ্বকাপের সেরা ফুটবলার, সবই পাওয়া হয়ে গিয়েছে। দেশ কি কিছু পেল তাতে? হ্যাঁ, হয়েছে। এমন ঘটনা ঘটেছে যেখানে মেসি দলে আর সাফল্যের চূড়ায় আর্জেন্টিনা।
২০০৫ বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন (অনুর্ধ্ব ২০)
২০০৮ সালে অলিম্পিকে সোনা।