জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাল ২০১৩। শেষবার মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর আর আইসিসি-র কোনও ট্রফি জিততে পারেনি 'মেন ইন ব্ল্যু'। ধোনি থেকে ব্যাটন বিরাট কোহলি (Virat Kohli) হয়ে রোহিত শর্মার (Rohit Sharma) হাতে এসেছে। কেউই পারেননি ভাগ্যের চাকা ঘোরাতে। ফের একবার আইসিসি খেতাবের সামনে দাঁড়িয়ে রোহিত অ্যান্ড কোং। রাত পোহালেই ওভালের (The Oval) বাইশ গজে শুরু 'আল্টিমেট টেস্ট'। প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে টিম ইন্ডিয়া (Team India)। মহারণের আগে রোহিতের মুখে ভারতের বিগত কয়েক বছরের পারফরম্যান্সের কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোহিত এক সাক্ষাৎকারে বলেছেন, 'সার্বিক ভাবে দেখলে, যেরকম ধারাবাহিক ভাবে খেলেছি, তাতে করে বলা যায় যে, আমরা অলরাউন্ড ভালো ক্রিকেট খেলেছি। আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খুবই কঠিন একটা টুর্নামেন্ট। ধারাবাহিক ভাবে কয়েক বছর খেলেই এই জায়গায় এসেছি। তিন বিভাগেই ভালো করতে হয়। আমার মনে হয়, সেটা আমরা করেছি। আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলছি। যেটা দুই দলের কাছেই আলাদা অভিজ্ঞতা। ঘরের ফ্যানদের সমর্থন নেই। তবে আমার মনে হয়, যেখানেই আমরা খেলি, একটু বেশিই সমর্থন পাই। কিন্তু না, নিরপেক্ষ ভেন্যুতে খেলা সবসময় ভালো। ভারত-অস্ট্রেলিয়ার তো আর দুই-তিন বছরের প্রতিদ্বন্দ্বিতা নয়। দুই দলের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এটাই রোমাঞ্চকর। শুধুমাত্র প্লেয়ারদের জন্য নয়, সারা বিশ্বের ফ্যানদের জন্য়। টেস্ট আমাদের কাছে সবকিছু। এটাই চূড়ান্ত ফরম্যাট। সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাট। আসলে মাসখানেকের প্রচেষ্টায় এই জায়গায় আসা যায় না। বিগত কয়েক বছরের পরিশ্রমের পরেই এখানে আমরা।' ২০১৮-১৯ মরসুমের পর ২০২০-২১, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে দু'বার টেস্ট সিরিজ জিতেছে বিরাটের টিম ইন্ডিয়া। এরমধ্যে চলতি বছর আবার ঘরের মাঠেও বর্ডার-গাভাসকর ট্রফি হাতে তুলছেন অধিনায়ক রোহিত। দেখার এবার তিনি আইসিসি-র টেস্ট খেতাব জেতেন কিনা!


আরও পড়ুন: WTC Final 2023: 'আশা করছি এবার...'! প্রাক যুদ্ধের আবহে পূজারার বিরাট মন্তব্য! শুরু আলোচনা


১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জোশ ইংলিস (উইকেটকিপার), উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ন্যাথান লিয়ঁ, টড মারফি, স্টিভ স্মিথ (ভাইস ক্যাপ্টেন), মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: মিচেল মার্শ ও ম্য়াথিউ রেনেশ


১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট। স্ট্যান্ড বাই প্লেয়ার্স: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার ও সূর্যকুমার যাদব



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)