জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2024)। বুধ বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে সাড়া দিয়ে, সিনেপার্বণের বোধনে হাজির ছিলেন অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha), ভারতের সর্বকালের অন্য়তম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন তারকা সাংসদ দেবও (Dev)। দেব-সৌরভকে পাশে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে কেআইএফএফ-এর উদ্বোধন করেন মমতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: অ্যাডিলেড কি অনিশ্চিত রাহুল? কেন সাংবাদিকদের বললেন, 'আমি প্রথম একাদশেই...'!


খেলার দুনিয়ার থেকে সৌরভই ছিলেন এদিন। 'বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর' সৌরভ এদিন তাঁর সংক্ষিপ ভাষণে বারবার মমতার প্রশংসা করেছেন। বক্তব্য়ের শুরুতে মহারাজ বলেন, সম্মানীয় মুখ্য়মন্ত্রীকে আমার হৃদয় থেকে ধন্য়বাদ জানাই। প্রতিবার আমাকে ছুঁয়ে যায় তাঁর এবং মঞ্চের সকলের উষ্ণতা। এটা আমার তৃতীয় সিজন, এই নিয়ে তৃতীয়বার  কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এলাম।' এরপর সৌরভ তাঁর ভাষণ শেষের আগে বললেন, 'মমতাদিদিকে আমার অনেক স্নেহ এবং ভালবাসা। কারণ তিনি মঞ্চের উপবিষ্ট সকলের আলাদা করে যত্ন নেন, তাঁরা কে কোথায় বসে আছেন! তাঁদের ঠিক মতো সংবর্ধনা দেওয়া হল কিনা! এটাই বুঝিয়ে দেয় যে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতি মমতাদিদি কী ভীষণ ভাবে জুড়ে রয়েছেন।' সৌরভ-শত্রুঘ্নকে এদিন সংবর্ধনা জানিয়েছেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 


মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, দুলাল লাহিড়ী, শতাব্দী রায়, পাওলি দাম, দেবলীনা কুমার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু ও আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার করলেন যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা  গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয়েছিল এদিনের অনুষ্ঠান।‘থালি গার্ল’-এর ভূমিকায় ছিলেন অভিনেত্রী তৃণা সাহা।


আরও পড়ুন: 'ও যে মানে না মানা', সচিনকে আঁকড়ে আবেগি কাম্বলি! মুহূর্ত চুপ...


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)