নিজস্ব প্রতিবেদন: ফুটবল ফিভারে কাঁপছে গোটা বিশ্ব। একই সঙ্গে চলছে কোপা আমেরিকা (Copa America 2020) ও ইউরো (UEFA EURO 2020) কাপ। ফুটবল ফ্যানেদের জন্য 'ডাবল বোনাঞ্জা'। মঙ্গলবার ভোরে কোপার প্রথম সেমিফাইনাল হয়ে গিয়েছে। পেরুকে হারিয়ে ব্রাজিল চলে গিয়েছে ফাইনালে। এবার ইউরোর প্রথম সেমিফাইনালের পালা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাতে আর কয়েকটা ঘণ্টা। রাত পোহালেই মুখোমুখি ইটালি-স্পেন (Italy vs Spain)। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দলের লড়াই। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে 'আজুরি' বনাম 'লা রোজা'। যে কোনও একদল পৌঁছে যাবে ফাইনালে। অপেক্ষা করবে ইংল্যান্ড ও ডেনমার্ক ম্যাচের বিজয়ী দলের সঙ্গে কাপ যুদ্ধে নামার জন্য।


আরও পড়ুন: Copa America: পাকুয়েতাই ত্রাতা! Peru-র বিরুদ্ধে এক গোলে জিতে ফাইনালে Brazil


চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইটালিকে এবারের ইউরোতে বলা হচ্ছে 'দ্য উইনিং মেশিন'। যাদের অভিধানে হার বলে কোনও শব্দের জায়গা নেই। রবার্টো মানচিনির কোচিংয়ে দলটা পুরো বদলে গিয়েছে। অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে। টানা ৩২ ম্যাচ অপরাজিত দল এবার ইউরো জয়ের অন্যতম ফেভারিট। প্রতিটি বিভাগেই ছাপ রেখেছেন মানচিনির শিষ্যরা। 


অন্যদিকে লুইস এনরিকের স্পেন শুরুতে জ্বলে উঠতে না-পারলেও, যত সময় গিয়েছে তারা জাত চেনাতে শুরু করেছে। মন্থর দলটাই এখন যেন টাট্টু ঘোড়া। রেকর্ড তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে নিয়েও অনেকে ট্রফি জয়ের বাজি ধরেছে। আত্মবিশ্বাসে ভর করে দুই দলই ফুটছে। তাদের অক্সিজেন দিচ্ছে পারফরম্যান্সের গ্রাফ। বলাই যায় ফুটবল অনুরাগীরা একটা রুদ্ধশ্বাস সেমিফাইনাল দেখতে চলেছে। 



কখন, কোথায় আর কীভাবে দেখবেন ম্যাচ?


মঙ্গলবার অর্থাৎ আজ রাত ১২টা ৩০ মিনিটে (ভারতীয় সময়ে) ইটালি-স্পেন ম্যাচ। 
টিভিতে সরাসরি সম্প্রচার করবে Sony Ten 2 SD ও HD, Sony Ten 3 SD ও HD, Sony Six SD ও HD
অনলাইনে স্ট্রিম করবে SonyLIV ও Jio TV


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)