জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে দেখতে মহিলাদের বিশ্বকাপ (FIFA Women's World Cup 2023) চলে এল অন্তিম লগ্নে। ফিফা-র শোপিস ইভেন্টের নবম সংস্করণ চলছে একসঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ডে (Australia and New Zealand)। ৩২ দেশ খেতাবযুদ্ধের লড়াইয়ে নেমেছিল। ২৪ দেশ বেরিয়ে গিয়েছে লড়াই থেকে। এখন কাপের জন্য লড়াই আট দেশের মধ্যে। আগামী ২০ অগস্ট সিডনির অলিম্পিক স্টেডিয়ামে (Sydney Olympic Stadium) মেগাফাইনাল। আগামী ১১ (শুক্রবার) ও ১২ অগস্ট (শনিবার) শুরু নকআউটের লড়াই। শেষ আট থেকে শেষ চার। তারপর দুই থেকে এক। শেষ আটে উঠেছে- স্পেন (Spain), নেদারল্যান্ডস (Netherlands), জাপান (Japan), সুইডেন (Sweden),  অস্ট্রেলিয়া (Australia), ফ্রান্স (France), ইংল্যান্ড (England) ও কলম্বিয়া (Colombia)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ২৫ অগস্ট থেকে শুরু টিকিটি বিক্রি, শুধু এক ক্লিকেই পেয়ে যান সব প্রশ্নের উত্তর


এবার দেখে নেওয়া যাক কার সঙ্গে কে কবে কোথায় খেলবে? 


১১ অগস্ট 


স্পেন বনাম নেদারল্যান্ডস, ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে ম্যাচ, ভারতীয় সময়ে ম্যাচ ভোর ৬টা ৩০ মিনিটে।
(স্পেন ৫-১ গোলে সুইজারল্যান্ডকে উড়িয়ে এসেছে সেমিতে, অন্যদিকে শেষ ষোলোয় ডাচরা ২-০ হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে)


জাপান বনাম সুইডেন, অকল্যান্ডের ইডেন পার্কে ম্যাচ, ভারতীয় সময়ে খেলা দুপুর একটায়।
(আগুনে ফর্মে ছুটছে জাপান। তারা ৩-১ গোলে নরওয়েকে উড়িয়ে সেমিতে, অন্যদিকে সুইডেন পেনাল্টিতে ৫-৪ ব্যবধানে আমেরিকাকে হারিয়েছে শেষ ষোলোয়) 


১২ অগস্ট


অস্ট্রেলিয়া বনাম ফ্রান্স, ব্রিসবেনের ল্যাং পার্কে ম্যাচ, ভারতীয় সময়ে খেলা দুপুর ১২টা ৩০মিনিটে।
(অজিরা ২-০ গোলে ডেনমার্ককে হারিয়ে খেলছে শেষ চার। অন্যদিকে ফরাসিরা ৪-০ গোলে মরক্কোকে হারিয়ে শেষ ষোলোতে)


ইংল্যান্ড বনাম কলম্বিয়া, স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ম্যাচ, ভারতীয় সময়ে খেলা বিকেল চারটের সময়
(ইংল্যান্ড পেনাল্টিতে নাইজেরিয়াকে ৪-২ হারিয়ে এসেছে শেষ চারে, অন্যদিকে কলম্বিয়া ১-০ গোলে জামাইকাকে হারিয়েছে শেষ ষোলোয়)


বিশ্বকাপের ম্যাচগুলি টিভি-তে দেখাচ্ছে DD Sports, অনলাইনে স্ট্রিম করছে FanCode


আরও পডুন: Women's World Cup 2023: জঘন্য কাণ্ড! বুট দিয়ে পিষে লাল কার্ড ইংরেজের, বেকহ্যামের স্মৃতি উসকে দিল



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)