নিজস্ব প্রতিবেদন: পঞ্জাব কিংস (Punjab Kings, PBKS) ব্যাটার শাহরুখ খান (Shahrukh Khan) আইপিএলে (Indian Premier League, IPL) ও ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে মন জয় করেছেন লম্বা লম্বা ছক্কা হাঁকিয়ে। তবে অনেকেই জানেন না যে, বছর ছাব্বিশের চেন্নাইয়ের ক্রিকেটার হিন্দি ছবির বিরাট ফ্যান। এমনকী শাহরুখ ঝরঝরে হিন্দিও বলেন অবলীলায়। 



বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গেই তাঁর নাম ও পদবিতে মিল রয়েছে। ক্রিকেটার শাহরুখ মিমিক্রি করতেও ওস্তাদ। এবার শাহরুখ নকল করলেন বলিউড মহারথী সঞ্জয় দত্তকে (Sanjay Dutt)। 'সঞ্জু বাবা'র মতোই কাঁধ ঝুঁকিয়ে ট্রেডমিলে হাঁটলেন। এখানেই শেষ নয়, সঞ্জয় দত্তের সুপারহিট ছবি 'মুন্নাভাই এমবিবিএস' (Munna Bhai M.B.B.S)-এর সংলাপও বললেন জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে। শাহরুখকে এই মরশুমে ৯ কোটি টাকায় দলে নিয়েছে পঞ্জাব। ৬ ফুট ৬ ইঞ্চির ক্রিকেটার ব্যাটার হিসাবে পরিচিত হলেও, প্রয়োজনে অফ-স্পিন করতে পারেন তিনি।


আরও পড়ুন: Ravi Shastri: 'ড্যাডি দেখিয়ে দিল কে বস'!, প্রাক্তন শিষ্যের ভূয়সী প্রশংসায় গুরু


আরও পড়ুনShreyas Iyer, IPL 2022: Mumbai-কে হারানোর পরেও কী বলে বোমা ফাটালেন KKR অধিনায়ক? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)