ওয়েব ডেস্ক: এ বি ডেভিলিয়ার্স, তিনি যে কী এবং কী নয় তা বলা সত্যিই খুব মুশকিল। তিনি যে একজন অসাধরণ ক্রিকেটার সেটাতো আপনি জেনেই গেছেন। আর কোনও কথা না বাড়িয়ে শুধু পড়ে নিন তার আর কোন কোন পরিচিতি আছে যেটা আপনি এখনও জানেন না-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) তিনি এ বি ডেভিলিয়ার্স, জিম্বাবোয়ের একটা আস্ত গ্রামকেই দত্তক নিয়ে নিয়েছেন। আর সেই গ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য অর্থনৈতিক সাহায্য করেন নিয়মিত।


২) কেপটাউনের পিছিয়ে পড়া শিশু এবং ক্যান্সার আক্রান্তদের জন্য একা হাসপাতাল তৈরী করেছেন এ বি এবং সেখানে অর্থ সাহায্য করেন।


৩) তিনি জৈবরসায়ন সংক্রান্ত একটা প্রকল্প করে মেডেল পেয়েছেন খোদ নেলসন ম্যান্ডেলার কাছ থেকে।


৪) তিনি অনুর্দ্ধ ১৯ গল্ফ টুর্নামেন্ট জিতেছেন।


৫) তাঁর দেশের জাতীয় অনুর্দ্ধ ১৯ ব্যাডমিন্টন জয়ের কৃতিত্বও তাঁর ঝুলিতে।


৬) তিনি দক্ষিণ আফ্রিকার জুনিয়ার ডেভিস কাপ টেনিস দলের সদস্যও ছিলেন।


৭) দক্ষিণ আফ্রিকার জুনিয়ার অ্যাথলেটিক্সে দ্রুততম ১০০ মিটার দৌড়ের রেকর্ডও তাঁর।


৮) তাঁর দেশের স্কুল স্তরের সাঁতারের সাত সাতটা রেকর্ডেরও অধিকারী তিনি।


৯) তিনিই আবার দক্ষিণ আফ্রিকার জুনিয়ার রাগবি দলের অধিনায়ক ছিলেন।


১০) দক্ষিণ আফ্রিকারই জাতীয় জুনিয়ার ফুটবল দলেও তিনি সুযোগ পেয়েছিলেন।


১১) এছাড়াও তাঁর দেশের জাতীয় জুনিয়ার হকি দলের গোল রক্ষকও তিনিই ছিলেন।


কি হল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলেন! একবার ভাবুন তো ওই মানুষটার তাহলে এতকিছু করতে কত পরিশ্রম আর অধ্যাবসায় এবং সহমর্মিতা লেগেছে। তাও তো আপনি জানেন বলে ক্রিকেটের কথা একেবারেই বাদ দিয়ে গেলাম।