জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যদি বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে ( Who is World's Richest Footballer)? তাহলে খুব বেশি না ভেবে অনেকেই বলবেন যে, লিওনেল মেসি (Lionel Messi) বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মধ্যে কোনও একজন হবেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেসি-রোনাল্ডোরা, ফুটবল খেলে শয়ে শয়ে কোটি টাকা উপার্জন করেন ঠিকই, এমনকী স্পনসরশিপ এন্ডোর্সমেন্ট থেকেও আসে তাঁদের পকেটে বিপুল অর্থ। বিগত ১৫ বছর সর্বোচ্চ পর্যায়ে দাপিয়ে ফুটবল খেলার পরেও মেসি বা রোনাল্ডোর মধ্যে কেউই বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার নন, তাহলে কে ধনীতম ফুটবলার? উত্তর ফাইক বোলকিয়া (Faiq Bolkiah)।


ইংলিশ প্রিমিয়র লিগে বোলকিয়া পরিচিত নাম অনুরাগীদের কাছে। সাউদাম্পটন, চেলসি ও লেস্টার সিটিতে খেলা ফুটবলার এখন খেলেন থাইল্যান্ডের ক্লাব চোনবুরিতে। ব্রুনেই জাতীয় দলের হয়ে হাফ ডজন ম্যাচও খেলেছেন বছর চব্বিশের মিডফিল্ডার। বোলকিয়ার মোট সম্পত্তির পরিমাণ ২০ বিলিয়ন ডলার। তবে বোলকিয়ার এই বিপুল পরিমাণ সম্পত্তি কিন্তু ফুটবল খেলে আসেনি। তিনি ব্রুনেই রাজ পরিবারের সদস্য। তাঁর বাবা জেফ্রি বোলকিয়া ব্রুনেইয়ের রাজা। এবার বোঝাই যাচ্ছে, কেন বোলকিয়ার সম্পত্তি ২ হাজার কোটি মার্কিন ডলার! 


তবে চমকে দেওয়ার মতো বিষয় হচ্ছে যে, মেসি-নেইমার কেউ দুই নম্বরেও নেই। দ্বিতীয় স্থানে ফ্রান্সের প্রাক্তন মিডফিল্ডার ম্যাথিউ ফ্ল্যামিনি। তিনি জিএফ বায়োকেমিক্যালসের সহ-প্রতিষ্ঠাতা। ইতালিতে রয়েছে তাঁর অফিস। ফ্ল্যামিনির মোট সম্পত্তির পরিমাণ ১০ বিলিয়ন মার্কিন ডলার। তিনে রোনাল্ডো। তাঁর এই মুহূর্তে সম্পত্তির পরিমাণ ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। চারে মেসি। যাঁর সম্পত্তি রোনাল্ডোর থেকে ৪০০ মার্কিন মিলিয়ন ডলার কম।


আরও পড়ুন: Virat Kohli: 'বিরাটকে বুঝতে হবে কোন ডেলিভারি ওকে ছাড়তে হবে'! পরামর্শ প্রাক্তন মহারথীর


আরও পড়ুনবুমরা ছাড়া আর কোন ভারতীয় একদিনের ক্রিকেটে ছয় উইকেট নিয়েছিলেন? ছবিতে দেখুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta A)