বুমরা ছাড়া আর কোন ভারতীয় একদিনের ক্রিকেটে ছয় উইকেট নিয়েছিলেন? ছবিতে দেখুন

শুধু জসপ্রীত বুমরা নয়, ভারতীয় দলে আরও একাধিক বোলার রয়েছেন যারা একদিনের ক্রিকেটে ছয় উইকেট নিয়েছেন। দেখে নিন সেরা দশের তালিকা।    

| Jul 15, 2022, 16:38 PM IST

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজের যুদ্ধে ব্যাটারদের দাপট বেড়েই চলেছে। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেট বোলারদের কাছে বদ্ধভূমি হয়ে উঠেছে। তবে এরমধ্যে বোলাররাও কিন্তু নিজেদের জাত চেনাচ্ছেন। এমন অবস্থায় একদিনের ম্যাচে একজন বোলারের ছয় উইকেট নেওয়াটা নিঃসন্দেহে কৃতিত্বের। ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ওভালে ১৯ রানে ৬ উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তবে শুধু বুমরা নয়, ভারতীয় দলে (Team India) আরও একাধিক বোলার রয়েছেন যারা একদিনের ক্রিকেটে ছয় উইকেট নিয়েছেন। দেখে নিন সেরা দশের তালিকা।  

1/10

স্টুয়ার্ট বিনি

Stuart Binny

এই তালিকায় শীর্ষ রয়েছেন স্টুয়ার্ট বিনি। একদিনের ক্রিকেটে একটি ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে ভালো পারফরম্যাম্যান্স তাঁর। ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। 

2/10

অনিল কুম্বলে

Anil Kumble

দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হিরো কাপের ফাইনালে তিনি নিয়েছিলেন ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন 'জাম্বো'। 

3/10

জসপ্রীত বুমরা

Jasprit Bumrah

এই তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন 'বুম বুম বুমরা'। ২০২২ সালে ওভালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ১৯ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। 

4/10

আশিস নেহরা

Asish Nehra

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন প্রাক্তন বাঁ হাতি পেসার আশিস নেহরা। ২০০৩ সালের বিশ্বকাপে  ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

5/10

কুলদীপ যাদব

Kuldeep Yadav

পঞ্চম স্থানে রয়েছেন কুলদীপ যাদব। তিনিও ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন। ২০১৮ সালে কুলদীপ ২৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। 

6/10

মুরলী কার্তিক

Murali Kartik

প্রাক্তন বাঁহাতি স্পিনার মুরলী কার্তিক এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। ঘরের মাঠে ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। 

7/10

অজিত আগরকর

Ajit Agarkar

প্রাক্তন পেসার অজিত আগরকর এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন।  ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২ রানে ৬ উইকেট নিয়েছিলেন অজিত।    

8/10

যুজবেন্দ্র চাহাল

Yuzvendra Chahal

এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন যুজি।   

9/10

অমিত মিশ্র

Amit Mishra

লেগ স্পিনার অমিত মিশ্র এই তালিকায় নবম স্থানে রয়েছেন। তিনি ২০১৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।   

10/10

এস শ্রীসন্থ

Shanthakumaran Sreesanth

এই তালিকায় একেবারে শেষে রয়েছেন শান্তাকুমারন শ্রীসন্থ। তিনিও ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় উইকেট নিয়েছিলেন। ২০০৬ সালে ৫৫ রান ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন এস শ্রীসন্থ।