ওয়েব ডেস্ক: ভারত-বাংলাদেশ ম্যাচের রুদ্ধশ্বাস শেষ ওভারের পর সব ক্রকেটপ্রেমীদের হৃদয়ে এখন একটাই নাম। হার্দিক পাণ্ডিয়া। কিন্তু যার পারফরম্যান্স এত মানুষের হৃদয় জয় করল তাঁর হৃদয়ে কেউ থাকবে না, এমনটা কি হতে পারে? একদমই নয়। হার্দিকেরও মন মজেছে। কিন্তু কাকে হৃদয় দিলেন হার্দিক?


লিজা শর্মা। কলকাতার নাম করা মডেল। বাড়ি জামশেদপুর। কারেন্ট লোকেশন হার্দিকের হৃদয়। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের হার্ট থ্রব হার্দিক পাণ্ডিয়াকে ডেট করতে দেখা যাচ্ছে কলকাতার মডেল লিজা শর্মার সঙ্গে। যদিও লিজার মতে, তাঁরা 'বাই দ্য ওয়ে ফ্রেণ্ডস'।