নিজস্ব প্রতিবেদন : সুইডেনকে ২-০ গোলে হারিয়ে আঠাশ বছর পর বিশ্বকাপের সেমি ফাইনালে উঠেছে ইংল্যান্ড। হ্যারি কেনরা কি ১৯৬৬ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনছেন? পরিসংখ্যান অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - "বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠা এক অবিশ্বাস্য অনুভূতি"


হ্যারি কেন- রহিম স্টার্লিং-ডেলে আলিদের এই ইংল্যান্ড কিন্তু ৫২ বছর আগে ববি চার্লটন-ববি মুরদের দেখানো পথেই যেন হাঁটছে। পরিসংখ্যানও বলছে, ববি মুরদের সোনালি '৬৬ ফিরিয়ে আনার পথেই হাঁটছেন সাউথগেটের শিষ্যরা। ইংল্যান্ডের ঘরে ওই একটাই বিশ্বকাপের ট্রফি। ১৯৬৬ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রিটিশরা। সেবার গোটা বিশ্বকাপে তারা করেছিল মোট ১১ গোল। এবার সেমিফাইনালে ওঠার পথেই ১১ গোল করেছে গ্যারেথ সাউথগেটের দল। বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার এক টুর্নামেন্টে ন্যূনতম ১০ গোল করল ইংরেজরা। প্রথমবার ১৯৬৬ সালে, আর এইবার। প্রথমবার বিশ্বকাপ জিতেছিল, তাহলে কি এবারও? রাশিয়ায় গ্যালারিতে 'থ্রি লায়ন্স'দের জন্য কোরাসে শোনা যাচ্ছে 'ইটস কামিং হোম'।


আরও পড়ুন - মিলল না শাহিনের ভবিষ্যদ্বাণী!