নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মহারণ। আইপিএল ফাইনালে (IPL Final 2022) মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans, GT) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR)। মেগা সানডে-তে চোখ থাকবে রয়্যালসের ব্রিটিশ ওপেনার জস বাটলারের (Jos Buttler) দিকে। আগুনে ফর্মে থাকা বাটলার ইতিহাস লিখতে পারেন মোতেরায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখনও পর্যন্ত আইপিএলের এক মরশুমে সব চেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড যুগ্মভাবে ভাগ করে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও বাটলার। ২০১৬ সালে আরসিবি-র জার্সিতে কোহলি শাসন করেছিলেন। ১৬ ম্যাচে ৪টি সেঞ্চুরির সৌজন্যে করেছিলেন ৯৭৩ রান। চলতি লিগে ১৬ ম্যাচে ৮২৪ রান করেছেন বাটলার। তিনিও এবার চারটি সেঞ্চুরি করেছেন। বাটলার যদি ফাইনালে সেঞ্চুরি করতে পারেন, তাহলে ক্রোড়পতি লিগের এক মরশুমে সর্বাধিক শতরানকারী ব্যাটার হয়ে যাবেন বাটলার।


এক স্পোর্টস ওয়েবসাইটের পক্ষ থেকে ভারতের স্পিন কিংবদন্তি হরভজন সিং (Harbhajan Singh) ও পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতারকে ( Shoaib Akhtar) প্রশ্ন করা হয়েছিল, যে ফাইনালে বাটলার কি বিরাটের রেকর্ড ভাঙতে পারবেন? যার উত্তরে ভাজ্জি বলেন, "বাটলার আজ রেকর্ড ভাঙতে পারবে না"। আখতার ভাজ্জির উল্টো সুর ধরে বলেন, "বিরাটের রেকর্ড আজই ভেঙে যাবে।"


গত শুক্রবার মোতেরায় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ও এলিমিনেটর জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Rajasthan Royals) মুখোমুখি হয়েছিল। বাটলারের ব্যাটেই রাজস্থান ৭ উইকেটে আরসিবি-কে হারিয়ে রবিবাসরীয় ফাইনালের টিকিট সংরক্ষণ করেছে। আরসিবি-র ১৫৭ রান তাড়া করতে নেমে রাজস্থানের ওপেনার জস বাটলার একাই হিসাব বুঝে নেন। ৬০ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন 'জস দ্য বস'।


আরও পড়ুন: Wriddhiman Saha, IPL 2022: আট বছর আগের মতো ঋদ্ধির কাছ থেকে শতরান চাইছেন দেবারতি


আরও পড়ুন: Suryakumar Yadav: যেভাবেই হোক আগামী বছর এই কাজ করবেন সূর্যকুমার! জানিয়ে দিলেন প্রকাশ্যে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)