Wriddhiman Saha, IPL 2022: আট বছর আগের মতো ঋদ্ধির কাছ থেকে শতরান চাইছেন দেবারতি

২০১৪ সালের আইপিএল-এর মেগা ফাইনালে (IPL 2014 Final) শতরানের ইনিংসটা এখনও ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) কেরিয়ারে জ্বলজ্বল করছে।

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: May 29, 2022, 04:13 PM IST
Wriddhiman Saha, IPL 2022: আট বছর আগের মতো ঋদ্ধির কাছ থেকে শতরান চাইছেন দেবারতি
ভাল-মন্দ সব পরিস্থিতিতে ঋদ্ধিকে ভরসা জুগিয়েছেন দেবারতি। ফাইল চিত্র

সব্যসাচী বাগচী: ২০১৪ থেকে ২০২২। এই আট বছরে ওঁর জীবন অনেক বদলে গিয়েছে। বদলে গিয়েছে দল। বদল ঘটেছে পরিস্থিতির। তখন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) তাঁর কেরিয়ারের শীর্ষে ছিলেন। আর এখন টিম ইন্ডিয়া (Team India) ও বাংলার (Bengal) কাছে ব্রাত্য!

২০১৪ সালের আইপিএল-এর মেগা ফাইনালে (IPL 2014 Final) শতরানের ইনিংসটা এখনও তাঁর কেরিয়ারে জ্বলজ্বল করছে। আর কয়েক ঘন্টা পরে আরও একটা আইপিএল-এর ফাইনাল (IPL 2022 Final) খেলতে নামবেন পাপালি। এ বারও তাঁর ব্যাট থেকে শতরান দেখার অপেক্ষায় স্ত্রী দেবারতি (Debarati Saha)। তবে একইসঙ্গে তাঁর প্রার্থনা এ বার যেন ঋদ্ধির শতরান মূল্য পায়।

দেবারতি বলছিলেন, “সেই বছর ফাইনালে শতরান করলেও, পঞ্জাব হেরে গিয়েছিল। আমরা খুব হতাশ ছিলাম। কেউ ঋদ্ধির ইনিংস সেলিব্রেট করতে পারিনি। তবে এ বার সেলিব্রেট করতে চাই। তাই ওর ব্যাট থেকে আরও একটা শতরান দেখার অপেক্ষায় রয়েছি। একইসঙ্গে গুজরাতের জয় চাইছি। তবেই বৃত্ত সম্পূর্ণ হবে।“

Wriddhiman Saha

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছিলেন এই বঙ্গ সন্তান। বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag, গ্লেন ম্যাক্সওয়েলরা (Glenn Maxwell) ব্যর্থ হলেও ঋদ্ধি দাপুটে ব্যাটিং করেছিলেন। ৫৫ বলে ১১৫ রানে অপরাজিত ছিলেন পাপালি। তাঁর মারকুটে ইনিংসের সৌজন্যে ৪ উইকেটে ১৯৯ রান তুলেছিল পঞ্জাব কিংস (Punajb Kings)। তবে শেষরক্ষা হয়নি। মনীশ পান্ডের (Manish Pandey) ৫০ বলে ৯৪ রান তফাৎ গড়ে দিয়েছিল। দ্বিতীয়বার ট্রফি জিতেছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কেকেআর (KKR)।

দীর্ঘ আট বছর পর আবার ফাইনাল খেলার সুযোগ পেয়েছেন। ঋদ্ধি কি আদৌ তাঁর সেই মহাকাব্যিক ইনিংস নিয়ে নস্টালজিক। তাঁর মনে কি সেই ইনিংসের কথা এসেছে? তিনি সেই শতরানের ভিডিও দেখেছেন?

Wriddhiman Saha

দেবারতি জানিয়ে দিলেন যে, “ঋদ্ধি পিছনে ফিরে তাকানোর ছেলে নয়। সেই ম্যাচের যাবতীয় ঘটনা ওর নিশ্চয়ই মনে আছে। তবে সেটা নিয়ে ও বাড়তি ভাবনাচিন্তা একদম করে না। বাড়িতেও ক্রিকেট নিয়ে আলোচনা করতে পছন্দ করে না। আসলে মাঠ আলাদা। বিপক্ষ আলাদা। পরিস্থিতি একেবারে ভিন্ন। তাই পুরনো কথা ভাবনার প্রশ্নই নেই।”

ইডেনে কন্যা আনভিকে প্রথম কোয়ালিফায়ার দেখতে গিয়েছিলেন। গুজরাত ফাইনালের টিকিট পেলে তাঁর আহমেদাবাদ যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু অসুস্থতার জন্য সেই সফর বাতিল করতে হল। দাঁতে ব্যথায় কাবু ঋদ্ধির স্ত্রী। তাই পাপালিকে টেলিভিশনের পর্দায় দেখেই সাধ মেটাতে চাইছেন ওঁর দেবারতি।

 

আর প্রার্থনা করছেন ঋদ্ধি যেন আট বছর আগের বিধ্বংসী ফর্মে ফিরে যান। কারণ অনেক মানুষকে যে এখনও জবাব দেওয়ার আছে…

আরও পড়ুন: IPL 2022 Final, GT vs RR: মেগা ফাইনালে কার উপর বাজি ধরলেন ‘কিলার’ David Miller? জানতে পড়ুন

আরও পড়ুন: Shane Warne, IPL 2022 Final: প্রিয় ওয়ার্নিকে স্মরণ করতে বিশেষ উদ্যোগ নিল Sanju Samson-এর Rajasthan Royals

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 

.