নিজস্ব প্রতিবেদন: অলিম্পিকে সোনা পাওয়া যেন কোনও অ্যাথলিটেরই স্বপ্ন। আর তিনি যদি হন ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন, তাহলে তো কথাই নেই! অলিম্পিকে সোনা জয় ভারতীয় বক্সার মেরি কমের স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে বদ্ধপরিকর মেরির ঘোষণা, অলিম্পিকে সোনা না পাওয়া পর্যন্ত হাল ছাড়ব না, লড়াই চলবেই ...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১২ লন্ডন অলিম্পিকে ৫১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। ২০১৬ সালে রিও অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থ হন মণিপুরের এই বক্সার। কিন্তু আশা ছাড়েন নি। টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেয়ে গিয়েছেন।  দ্বিতীয়বার গ্রেটেস্ট শো অন আর্থ -অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন ম্যাগনিফিসেন্ট মেরি।


করোনভাইরাসের কারণে একবছর পিছিয়ে গিয়েছে অলিম্পিক। ৩৭ বছর বয়সেও দৃপ্ত মেরি কম। ফেসবুক লাইভ সেশনে মেরি বলেন, "আমার লক্ষ্য অলিম্পিক গেমসে ভারতের হয়ে সোনা জেতা। এই বয়সেও আমি কঠিন পরিশ্রম করে চলেছি। তবে অলিম্পিক একবছর পিছিয়ে যাওয়ায় প্রথম হওয়ার ক্ষেত্রে আমার লড়াইটা আরও কঠিন হয়ে গেল। তবে আমি হাল ছাড়ছি না, সোনা জিততেই হবে।"


আরও পড়ুন- তাঁর প্রজন্মের সেরা ভারতীয় দল বেছে নিলেন 'ঘরবন্দি' শেন ওয়ার্ন; নেতৃত্বে সৌরভ