নিজস্ব প্রতিবেদন: ইনভেস্টর সমস্যা মিটতেই এবার জোরকদমে দলগঠনের দিকে নজর দিচ্ছে ইস্টবেঙ্গল। বিদেশি ফুটবলারের পাশাপাশি একজন ভালো কোচ নিয়োগ করতেও তৎপর লাল-হলুদ। ইতিমধ্যেই বিড ওপেনের বিজ্ঞাপন দিয়ে দিয়েছে এফএসডিএল। ফলে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা কেবল সময়ের অপেক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মাস দুয়েক পরেই শুরু আইএসএল। অল্প সময়ের মধ্যেই এবার দলগঠনে চমক দিতে চায় ইস্টবেঙ্গল। ক্লাব আর নয়া বিনিয়োগকারী সংস্থার সমঝোতা পর্বের মাধ্যমেই দ্রুত রিক্রুটিং প্রসেসে নজর দিতে চাইছে ইস্টবেঙ্গল। একজন ভালো মানের বিদেশি কোচ আনতে চাইছে লাল-হলুদ। বিশ্বকাপ কিংবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোচিং করানো কাউকে হটসিটে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের জাতীয় দলের কোচ বার্ট ফান মারউইকের নাম ঘোরাফেরা করছে। ২০১৮ বিশ্বকাপে কোস্টারিকার জাতীয় দলের কোচ অস্কার রামিরেজও আছেন ইস্টবেঙ্গলের নজরে। রবেন-স্নাইডার কিংবা আকোস্তাদের জাতীয় দলের কোচকে ইস্টবেঙ্গলের হটসিটে দেখলে অবাক হবেন না। এছাড়াও ইউরোপের নামী ক্লাবে কোচিং করানো কোচেরাও রয়েছেন লাল-হলুদের নজরে। যদিও পুরোটাই আপাতত প্রাথমিক স্তরে রয়েছে।



আরও পড়ুন -নতুন দলের জন্য বিড চাইল FSDL, ইস্টবেঙ্গলের ISL খেলা সময়ের অপেক্ষা