ওয়েব ডেস্ক: রিও অলিম্পিকের লন টেনিস অভেন্টে একের পর এক ইন্দ্রপতন হয়েই যাচ্ছে। প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গিয়েছেন নোভাক জকোভিচ! লিয়েন্ডার পেজরাও হেরে গিয়েছেন প্রথম রাউন্ডেই! এবার রিও অলিম্পিকে টানা পনেরো ম্যাচ আর তিনটে সোনা জেতার পর অপ্রত্যাশিত হার উইলিয়ামস বোনেদের। প্রথম রাউন্ডে হেরে রিও থেকে বিদায় নিতে হল শীর্ষবাছাই উইলিয়ামস বোনেদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মঙ্গলবার শুরু তৃতীয় টেস্ট, কী পরিবর্তন হচ্ছে ভারতীয় দলে দেখুন


চেক জুটির কাছে স্ট্রেট সেটে হারতে হল সেরেনা এবং ভেনাসকে। উইম্বলডনে চোদ্দতম গ্র্যান্ডস্লাম জিতে অলিম্পিকে খেলতে নেমেছিলেন দুই বোন। কিন্তু প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়তে হল তাদের। রিও থেকে বিদায়ের পর সেরেনা মানছেন , ফলাফলই বলে দিচ্ছে যে কতটা খারাপ খেলেছেন তাঁরা।


আরও পড়ুন  পশ্চিমবঙ্গের নাম তো পাল্টাচ্ছে, কিন্তু ইডেন গার্ডেনের নামও কী পাল্টালো?