নিজস্ব প্রতিবেদন : সচারচর তাঁকে বল করতে দেখা যায় না। বিশ্বকাপে বল হাতে অবশ্য চমকে দিয়েছিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। কিন্তু বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে বল করে বিতর্কের মুখে কিউই অধিনায়ক। গল টেস্টে বল করে সন্দেহের মুখে পড়েন তিনি। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। আর তাই উইলিয়ামসনকে ডাকল আইসিসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



অন্যদিকে শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়কেও একই কারণে ডেকে পাঠাল আইসিসি। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেও। কেন উইলিয়ামসন এবং আকিলা ধনঞ্জয়ের বোলিং অ্যাকশন নিয়ে একই রিপোর্ট দিয়েছেন গল টেস্টের ম্যাচ অফিসিয়ালসরা।



১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে দুই ক্রিকেটারকে। তবে রেজাল্ট না বের হওয়া পর্যন্ত অবশ্য বোলিং করতে পারবেন উইলিয়ামসন এবং ধনঞ্জয়।   


আরও পড়ুন - পাঁচ ম্যাচ পরেই মহমেডান কোচের পদ থেকে বরখাস্ত সুব্রত ভট্টাচার্য