নিজস্ব প্রতিবেদন: উইম্বলডনে মেয়েদের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে খেতাব তুলে নিলেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। জীবনের তৃতীয় গ্রান্ডস্ল্যামে কেরবার সেরেনাকে হারালেন ৬-৩, ৬-৩ এ। দুটি সেটেই দাপটের সঙ্গে লড়াই করেছেন কেরবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অারও পড়ুন-পুলিসের কাছে শিশু বিক্রির কথা স্বীকার করলেন মিশনারিজ অব চ্যারিটির সন্ন্যাসিনী


এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জিতেছেন কেরবার। অন্যদিকে এই জয় হাতছাড়া হওয়ার ফলে সেরেহার হাত থেকে ফসকে গেল ৮ বার উইম্বলডন জেতার সু‌যোগ।


আরও পড়ুন-থাইল্যান্ড ওপেনের ফাইনালে সিন্ধু


জয়ের পর কেরবার বলেন, ‘সেরেনার মতো বড় মাপের প্লেয়ারের সঙ্গে খেলতে গেলে সেরা খেলাটা বের করে আনতে হবে এটাই মাথায় ছিল। এনিয়ে দ্বিতীয়বার ফাইনালে খেললাম। চ্যাম্পিয়ন হতে পেরেছি ভেবে খুবই ভালো লাগছে।’