নিজস্ব প্রতিবেদন : চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় পেলেও এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। উলভারহ্যাম্পটনের কাছে ১-২ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল ওলে গানার সোলসজায়ারের দলকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ম্যাচের শুরু থেকে নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে খেলেও গোলের দেখা পায়নি ইউনাইটেড। আক্রমণেও রেড ডেভিলদের তেমন ঝাঁঝ ছিল না। উল্টে বেশ কয়েকটি ভাল সুযোগ তৈরি করে প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে  গোলরক্ষক সের্জিও রোমেরোর দক্ষতায় বেঁচে যায় ইউনাইটেড। কিন্তু ৭০মিনিটে উলভারহ্যাম্পটনকে এগিয়ে দেন মেক্সিকান স্ট্রাইকার রাউল হিমেনেস। ৭৬মিনিটে প্রতি আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো জোতা। ইনজুরি টাইমে ইউনাইটেডের হয়ে ব্যবধান কমান মার্কাস র‌্যাশফোর্ড। কিন্তু সমতা ফেরাতে ব্যর্থ রেড ডেভিলসরা।



কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ১৯৯৭-৯৮ মরশুমের পর আবার এফএ কাপের সেমি ফাইনালে পৌঁছে গেল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ১৯৫৯-৬০ মরশুমে শেষবার এফএ কাপ জিতেছিল তারা।


আরও পড়ুন -  জয় দিয়েই দ্বিতীয় ইনিংসে রিয়ালে ফিরলেন জিদান