জয় দিয়েই দ্বিতীয় ইনিংসে রিয়ালে ফিরলেন জিদান
দ্বিতীয়ার্ধের শুরুতে লুকা মদ্রিচের গোল ভিএআর-এর সাহায্য নিয়ে অফ সাইডের কারণে বাতিল করেন রেফারি।
নিজস্ব প্রতিবেদন : ঘরের মাঠে টানা চার ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে স্যান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় সেল্টা ভিগোকে ২-০ গোলে হারাল রিয়াল। জয় দিয়েই রিয়ালে দ্বিতীয় ইনিংসল শুরু করলেন কোচ জিনেদিন জিদানও।
দ্বিতীয় ইনিংসে ফিরেই প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করেন জিদান। গোলরক্ষক থিওবাও কুর্তোয়ার বদলে সুযোগ পান কেলর নাভাস। প্রথম একাদশে ফেরেন ইস্কো, বেল, মার্সেলোরাও। প্রথমার্ধে সুযোগ এলেও গোল আসেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে লুকা মদ্রিচের গোল ভিএআর-এর সাহায্য নিয়ে অফ সাইডের কারণে বাতিল করেন রেফারি। শেষপর্যন্ত ৬২মিনিটে ইস্কোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আর ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল।
FT: @RealMadrid 2-0 @RCCelta
@isco_alarcon 62', @GarethBale11 77'#Emirates | #HalaMadrid pic.twitter.com/1y9X01usQi— Real Madrid C.F. @realmadriden) March 16, 2019
২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লা লিগায় তিন নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন - হাঁটুতে ব্যাথা, বাকু বিশ্বকাপ থেকে বিদায় দীপা কর্মকারের! নেই দোহাতেও!