নিজস্ব প্রতিবেদন :  মিতালি রাজের অনবদ্য ব্যাটিং সঙ্গে দুরন্ত বোলিং পূজা-পুনম-অনুজার। টিম গেমে দুরন্ত জয় দিয়েই মহিলাদের এশিয়া কাপে অভিযান শুরু করল হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। মালয়েশিয়াকে ১৪২ রানে হারাল ভারতীয় প্রমিলা বাহিনী।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথমে ব্যাট করে এদিন নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে ভারতীয় দল৷ ৬৯ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মিতালি রাজ৷ মূলত মিতালির ব্যাটে ভর করেই বড় রানের দিকে এগিয়ে যায় ভারত। অধিনায়ক হরমনপ্রীত কউর করেন ৩২ রান৷


আরও পড়ুন- সুনীলের শততম ম্যাচের স্বাক্ষী থাকবেন সঞ্জয় সেন, কুর্নিশ পিকে-র


কুড়ি ওভারে ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ে মালয়েশিয়ার ব্যাটিং লাইন আপ। মালয়েশিয়ার ৬ ব্যাটসম্যান শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে সর্বোচ্চ ৫রান করেন অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গম৷ মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায় মালয়েশিয়া। ভারতের হয়ে পূজা বস্ত্রকার ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন পূনম যাদব এবং অনুজা পাটিল।  ম্যাচের সেরা হয়েছেন মিতালি রাজ।