এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত ভারতের
ম্যাচের সেরা হয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।
নিজস্ব প্রতিবেদন : অধিনায়ক হরমনপ্রীত কৌরের অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে এশিয়া কাপ টি টোয়েন্টির দ্বিতীয় ম্যাচেও জয় পেল ভারত। রবিবার মালয়েশিয়াকে ১৪২ রানে হারানোর পর সোমবার থাইল্যান্ডকে ৬৬ রানে হারাল ভারতীয় প্রমিলা বাহিনী।
আরও পড়ুন- রশিদের ভেল্কিতে দেরাদুনে বাংলাবধ আফগানদের
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন থাইল্যান্ড অধিনায়ক সোরন্নারিন তিপ্পোচ। আগের ম্যাচে অপরাজিত ৯৭ রান করা মিতালি রাজ এদিন প্রথম একাদশে ছিলেন না। মোনা মেশরামের ৩২. স্মৃতি মন্ধনার ২৯, এবং হরমনপ্রীত কৌরের অপরাজিত ২৭ রানের সৌজন্যে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে ভারতের মেয়েরা।
কম রানের পুঁজি নিয়ে ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের মোকাবিলা করতে ব্যর্থ থাইল্যান্ডের মেয়েরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৬ রান তোলে। থাইল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২১রান করেন নত্যয়া বুচাথাম। ভারতের হয়ে অধিনায়ক হরমনপ্রীত কৌর ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন দীপ্তি শর্মা। পূজা এবং পুনম একটি করে উইকেট নেন। ৬৬ রানে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।