রশিদের ভেল্কিতে দেরাদুনে বাংলাবধ আফগানদের
ম্যাচের সেরা হয়েছেন রশিদ খান।
নিজস্ব প্রতিবেদন : ব্যাট হাতে শাহজাদ, শেনওয়ারিদের দাপট। এরপর বল হাতে রশিদ খান, মহম্মদ নবি, জাদ্রানদের ভেলকি। দেরাদুনে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে দিল আফগানিস্তান।
আরও পড়ুন- এশিয়া কাপে মালয়েশিয়াকে ১৪২ রানে হারাল ভারত
টস জিতে এদিন প্রথমে ফিল্ডিম করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মহম্মদ শাহজাদের ৪০(৩৭), সামিউল্লা শেনওয়ারির ৩৬(১৮) উসমান ঘানির ২৬(২৪) এবং অধিনায়ক আসঘার স্টানিকজাইয়ের ২৫(২৪) রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে আবুল হাসান ও মামাদুল্লাহ ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন- চোট সারিয়ে মাঠে ফিরেই গোল নেইমারের, জিতল ব্রাজিল
১৬৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে রশিদ খান, মহম্মদ নবি, সাপুর জাদ্রানদের দাপুটে বোলিংয়ের সামনে বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতা প্রকট হয়ে উঠল। একমাত্র লিটন দাস ৩০ এবং মামাদুল্লাহ ২৯ রান করেন। বাঁ হাতি পেসার জাদ্রান ৩টি উইকেট নেন। আফগানিস্তানের টি টোয়েন্টি সেনশেসন রশিদ খান ৩ ওভার বল করে ১৩ রান দিয়ে নিলেন ৩টি উইকেট। ২টি উইকেট মহম্মদ নবির ঝুলিতে। ১২২ রানে অল আউট বাংলাদেশ। ৪৫ রানে সিরিজের প্রথম ম্যাচ জিতে নিল আফগানরা। ম্যাচের সেরা হয়েছেন রশিদ খান।
Three wickets each from Rashid Khan and Shapoor Zadran help Afghanistan bowl out Bangladesh for 122 to win by 45 runs and take a 1-0 series lead in Dehradun. #AFGvBAN scorecard https://t.co/cQrZGMH0Fg pic.twitter.com/InmwVksHi2
— ICC (@ICC) June 3, 2018