নিজস্ব প্রতিবেদন : রবিবার শেষ হয়েছে আইপিএলের গ্রুপ পর্ব। কাল, মঙ্গলবার থেকে শুরু হবে প্লে-অফ। আগামীকাল প্রথম কোয়ালিপায়ারে খেলবে চেন্নাই-মুম্বই। তার আগে আজ রাত থেকে শুরু হচ্ছে মেয়েদের আইপিএল। আজ জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখেমুখি হবে সুপারনোভাস-ট্রেলব্লেজার্স। তিন দলের টুর্নামেন্ট। ৮ই মে ট্রেলব্লেজার্স-ভেলোসিটির ম্যাচ। সুপারনোভাস-ভেলোসিটি ম্য়াচ ৯ মে। ১১মে ফাইনাল। তিনটি দলের নেতৃত্বে থাকবেন হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধনা ও মিতালি রাজ৷ আজকের ম্য়াচে ট্রেইলব্লেজার্সের অধিনায়কত্ব করবেন স্মৃতি মান্ধানা। সুপারনোভাসের নেতৃত্বে থাকবেন হরমনপ্রিত কর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ভোট দিন, মিষ্টি সুরে আর্জি ধোনি-কন্যা জিভার, শুনেছেন?



উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। এবারই প্রথম আয়োজিত হচ্ছে মেয়েদের আইপিএল। গত বছর অবশ্য মেয়েদের একটি টি-২০ ম্য়াচ হয়েছিল আইপিএলের মাঝে। তবে এবার চারটি ম্য়াচ খেলা হবে।  আজ সুপারনোভাস বনাম ট্রেলব্লেজার্স ম্য়াচটি শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে। সাতটায় টস হবে। 


আরও পড়ুন-  IPL 2019: নাইটদের হারিয়ে মেয়ের সঙ্গে হাফ-সেঞ্চুরি সেলিব্রেশন রোহিতের, দেখুন ভিডিয়ো


ট্রেলব্লেজার্স : কোচ: বিজু জর্জ
স্মৃতি মন্ধনা (ক্যাপ্টেন), ভারতী ফুলমালি, দায়ালান হেমলতা, দীপ্তি শর্মা, হার্লিন দেওল, জাসিয়া আখতার, ঝুলন গোস্বামী, আর কল্পনা (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, শাকিরা সেলমান (ওয়েস্ট ইন্ডিজ), সেফি একলেস্টোন (ইংল্যান্ড), স্টেপানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), সুজি বেটিস (নিউজিল্যান্ড)। 


সুপারনোভাস : কোচ: ডব্লুভি রামন
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), অনূজা পাতিল, অরুন্ধতী রেড্ডি, চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা), জেমিমা রডরিগেজ, লিয়া তাহুহু (নিউজিল্যান্ড), মানসী যোশী, নাতালি সিভার (ইংল্যান্ড), পূণম যাদব, প্রিয়া পুনিয়া, রাধা যাদব, সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), তানিয়া ভাটিয়া (উইকেটকিপার)।