নিজস্ব প্রতিবেদন:  জনতা কার্ফু-র দিন চা খেতে বেড়িয়ে আচমকাই এক তরুণীর ভিডিয়ো মারফত্ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিলেন। বরং বলা ভাল নেটদুনিয়ায় মিম হয়ে ঘুরে বেড়িয়েছিলেন... "আমরা কি চা খাবো না?" ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে মিম হয়ে ঘুরে বেড়িয়েছেন মৃদুলবাবু। হঠাত্ করেই প্রচারের আলোয় চলে এসেছিলেন। কিন্তু আলোর আড়ালেই তো থাকে অন্ধকার!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাইম লাইটে উঠে আসা মৃদুলবাবু পেশায় দিনমজুর... থাকেন দক্ষিণ কলকাতার শ্রী কলোনিতে। সেই "আমরা কি চা খাবো না?" ভিডিয়ো ভাইরাল হওয়ার পর প্রকাশ্যে এসেছিল তাঁর মাটি কোপানোর ভিডিয়ো। কাজের ফাঁকেই সেদিন চা খেতে গিয়েছিলেন তিনি। কয়েকদিনের মধ্যেই চা-কাকার আর্থিক দুরবস্থার কথা প্রকাশ্যে আসে।


ঠিকা শ্রমিকের কাজ করা মৃদুল বাবুর ভিডিয়ো ভাইরাল হয় নেট দুনিয়ায়। দুদিন আগে মৃদুল বাবু ও তাঁর ছেলের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল নেটওয়ার্কে। তাঁর পরিবারের আর্থিক দুরবস্থার কথা জানিয়ে সকলকে পাশে থাকার আবেদন জানান ভাইরাল হওয়া সেই 'চা কাকু' ওরফে মৃদুল দেব। এবার সেই 'চা কাকু'র পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি। শ্রী কলোনির বাসিন্দা মৃদুল দেবের পাশেই এবার দাঁড়াল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন।



ইতিমধ্যেই স্থানীয় কাউন্সিলক সহ অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের। দেশজুড়ে কঠিন পরিস্থিতির মধ্যে মৃদুল বাবুর পরিবারের হাতেও চাল-ডাল খাদ্য সামগ্রী তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির ঘনিষ্ঠ এক ব্যক্তি, ZEE ২৪ঘণ্টা.কম-কে সেকথাই জানালেন মৃদুলবাবুর ছেলে অজিত দেব। প্রসঙ্গতঃ বুধবারই বেলুড় মঠে গিয়ে ২০০০ কেজি চাল দান করেছিলেন সৌরভ।


আরও পড়ুন -অনির্দিষ্টকালের জন্য স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ-ইউরোপা লিগ; সাহায্যের আশ্বাস ফিফার