নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাঙে বসেছে শীতকালীন অলিম্পিকের আসর। এই পিয়ংচ্যাঙ থেকেই পশ্চিমে ঘন্টা খানেক দূরে দানে-তে আয়োজন করা হয়েছিল বিশ্বের প্রথম স্কি-রোবট চ্যালেঞ্জের। ওয়েলি হিলি স্কি রিসর্টে বসেছিল সেই রোবট স্কি অলিম্পিকের আসর।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারি সংস্থার আটটি রোবট দল অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। পুরস্কারমূল্য দশ হাজার মার্কিন ডলার। এখানে বরফের মধ্যে বেশ সচ্ছন্দেই ঘুরে বেড়াতে দেখা গেল প্রযুক্তিকে। রোবটগুলি ৫০ সেন্টিমিটারের বেশি লম্বা, দু'টি পায়ের সঙ্গে হাঁটু এবং কনুই জোড়া লাগানো। পাশাপাশি, রোবটগুলি ক্যামেরা সেন্সর যুক্ত হওয়ায় ফ্ল্যাগপোলস এবং বাঁক নিতে সুবিধে হয়েছে।



আরও পড়ুন- 'হর্ন নট ওকে প্লিজ‍' অভিযানে সামিল সচিন তেন্ডুলকর


যেখানে পিয়ংচ্যাঙে উইন্টার অলিম্পিকের আসরে শৈত্যপ্রবাহের জন্য সমস্যা দেখা দিয়েছে, সেখানে হাওয়ায় রোবটদের তেমন কোনও অসুবিধাই হয়নি। তাই এবার স্কি রোবট অলিম্পিকের ভাবনা মাথাচাড়া দিয়েছে উদ্যোক্তাদের মধ্যে।


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়