নিজস্ব প্রতিবেদন :  দোসরা এপ্রিল, ২০১১। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্নাক্ষণে লেখা একটা দিন। এই দিনেই আরব সাগরের তীরে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বজয়ের মুকুট উঠেছিল টিম ইন্ডিয়ার মাথায়। নিজের পাড়ায় বিশ্বজয়ের সেই কাহিনি বলতে গিয়ে আজও আবেগাপ্লুত মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। আট বছর পর বিশ্বকাপ জয়ের কথা বলতে গিয়ে সচিন বলেন, তাঁর ক্রিকেট জীবনের সেরা মুহূর্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক ভিডিও বার্তায় মাস্টার ব্লাস্টার বলেছেন, "২ এপ্রিল ২০১১, আমি সত্যিই জানি না কোথা থেকে শুরু করা উচিত আমার! আমার কী বলা উচিৎ এবং কোথায় থামা উচিত কিছুই বুঝতে পারছি না। ওই দিনটা আমাদের সবার জন্য এত বড় একটা দিন ছিল যে কী বলব! আমি নিজের সম্পর্কে বলতে পারি, যে আমার জন্য খুব বড় দিন। আমি ক্রিকেট মাঠে এত দিন কাটিয়েছি, কিন্তু ওই দিনটার মতো ওত বড় দিন জীবনে দেখিনি।"



আট বছর পর আবার বিশ্বকাপ দোড়গোড়ায় কড়া নাড়ছে। ভারতীয় দলের কাছে বিশেষ প্রার্থনা মাস্টার ব্লাস্টারের। ওই ভিডিও বার্তায় কোহলির টিমকে উদ্দেশ্য করে তিনি বলেন, "বিশ্বকাপ প্রতি চার বছর পর পর আসে। সেই দিন (২এপ্রিল, ২০১১) থেকে আট বছর হয়ে গেল। আর একটা বিশ্বকাপ আসছে। আমি জানি যে, আমাদের এখনও বিশ্বকাপের দল ঘোষণা করা হয়নি। কিন্তু যে দলই বিশ্বকাপ খেলতে যাবে, সেটা আমাদের দল হবে। আপনারা দেখে থাকবেন, ভারতীয় দলের জার্সিতে বিসিসিআই লোগোর ওপরে তিনটি তারা রয়েছে। তিনটি বিশ্বকাপের জন্য তিনটি তারা। তাই আসুন আমরা তিনটিকে, চারটি করে দেখি, যা আমি দেখতে চাই। চলুন আমাদের দলের সঙ্গে এগিয়ে চলুন এবং তাদের পূর্ণ সমর্থন করি। ভারতীয় দলকে শুভেচ্ছা।"  


আরও পড়ুন - IPL 2019: হ্যাটট্রিক করে প্রীতির সঙ্গে ভাঙড়া নাচলেন কুরান, দেখুন ভিডিয়ো