IPL 2019: হ্যাটট্রিক করে প্রীতির সঙ্গে ভাঙড়া নাচলেন কুরান, দেখুন ভিডিয়ো

সোশ্যাল সাইটে সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

Updated By: Apr 2, 2019, 03:50 PM IST
IPL 2019: হ্যাটট্রিক করে প্রীতির সঙ্গে ভাঙড়া নাচলেন কুরান, দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : সোমবার মোহালিতে দিল্লির মুখের গ্রাস কেড়ে জয় ছিনিয়ে নিয়েছে পঞ্জাব। ক্রিস গেইলের বদলে দলে ফিরেই ব্যাট হাতে ১০ বলে ২০ রান করার পাশাপাশি বল হাতে ২.২ ওভার বল করে ১১ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। আইপিএলের ইতিহাসে ১৮ নম্বর বোলার হিসেবে হ্যাটট্রিক করেন স্যাম কুরান। অবশ্য এবারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক।

হ্যাটট্রিক করে স্যাম কুরানও ভাংড়া নাচে সামিল। ম্যাচ জিতিয়ে মালকিন প্রীতি জিন্টার সঙ্গে রীতিমতো ভাংড়া নাচতে দেখা গেল কুরানকে। আর সোশ্যাল সাইটে সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

কেরিয়ারের দ্বিতীয় আইপিএল ম্যাচেই হ্যাটট্রিক করে ফেললেন ইংরেজ পেসার। সোমবার ১৮তম ওভারে কুরান প্রথমে কলিন ইনগ্রাম ও শেষ বলে হর্ষল প্যাটেলকে প্যাভেলিয়নে ফেরত পাঠান। আর শেষ ওভারে বল করতে এসে প্রথম বলেই তাঁর ইয়র্কারে ফিরে যান কাগিসো রাবাদা। পরের বলেই সন্দীপ লামিছানেকে আউট করে হ্যাটট্রিক করেন স্যাম কুরান।  

আরও পড়ুন - IPL 2019,RRvRCB: প্রথম জয়ের খোঁজে রাজস্থান-বেঙ্গালুরু

.