নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের সময় মদ্যপান নিষিদ্ধ করল মস্কো কতৃপক্ষ। ইউরো চ্যাম্পিয়নশিপের সময় সমর্থকদের মধ্যে ঝামেলা আটকাতে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছিল। এবার বিশ্বকাপের সময় সেই পথেই হাঁটল মস্কো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ক্রিকেটে কার্ড ব্যবস্থা চালু করতে আরেক ধাপ এগোল ICC


স্থানীয় কতৃপক্ষ ঠিক করেছে যে ম্যাচের দিন আর ম্যাচের আগের দিন পাব আর রেস্তোঁরায় মদ বিক্রি করা হবে না। এতে সমর্থকদের মধ্যে ঝামেলা অনেকটাই বন্ধ করা যাবে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ ১২টা ম্যাচ হবে মস্কোয়। বিশ্বকাপের অন্যান্য আয়োজক শহরগুলোও মস্কোর পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন- ক্রিকেটকে অলেম্পিক্সে অন্তর্ভুক্ত করতে কোমর বেঁধে ঝাঁপাবে ICC