নিজস্ব প্রতিবেদন :  সোমবারই বিশ্বকাপ শুরু ডার্কহর্স ইংল্যান্ডের। ভলগোগ্রাদে ইংল্যান্ডের সামনে তিউনিসিয়া। স্পেন বনাম পর্তুগাল ম্যাচের উত্তেজনাকে সঙ্গে নিয়েই বিশ্বকাপে অভিযান শুরু করতে চলেছে গ্যারেথ সাউথগেটের ছেলেরা। সেন্ট পিটার্সবার্গে শিবিরে গোটা দল ম্যাচটি দেখেছে। আর তার পরেই যেন আলাদা একটা 'এনার্জি' পেয়ে গিয়েছে ইংরেজরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ফেভারিটের তকমা নিয়েই আজ বিশ্বকাপে নামছে বেলজিয়াম


তবে তিউনিসিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে 'জি' গ্রুপ অন্যতম কঠিন গ্রুপ বলে দাবি করেছেন ইংল্যান্ড কোচ। তবে ধাপে ধাপে এগোতে চাইছেন সাউথগেট। তিনি বলেন, "প্রথম ম্যাচ এবং তার প্রথম পাঁচ মিনিট খুব গুরুত্বপূর্ণ। তবে মানসিকভাবে আমরা খুব শক্তিশালী। তিউনিসিয়াকে হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্ন নেই।"



তিউনিসিয়া অঘটনের লক্ষ্যে থাকবে। তাই তৈরি ইংল্যান্ডও। অধিনায়ক হ্যারি কেনের পাশাপাশি ফর্মে রয়েছেন রহিম স্টার্লিং, ডেলে আলি, জ্যামি ভার্ডি, জেসে লিংগার্ডরা। আসলে টিম গেমেই বিশ্বকাপে দৌড়তে চাইছে ব্রিটিশরা। আর ইংরেজদের আটকে ইতিহাস তৈরি করতে চাইছে তিউনিসিয়া।