নিজস্ব প্রতিবেদন :  ১৪ জুন রাশিয়ায় শুরু বিশ্ব ফুটবলের মহারণ। ৮টি গ্রুপে ভাগ হয়ে মোট ৩২ দেশের লড়াই। C গ্রুপে রয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ক


ফ্রান্স

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

   


রাশিয়া বিশ্বকাপে অন্যতম ফেভারিট ফ্রান্স। ২০১০সালে ব্রাজিল বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দারুন উন্নতি ঘটেছে ফ্রান্সের। ২০১৬ সালে ইউরো কাপে রানার্স হয়েছে দেশঁর ফ্রান্স।বিশ্বকাপের চূড়ান্ত দল গড়তে রীতিমত ঘাম ঝরেছে কোচ দিদিয়ে দেশঁর। অ্যান্তোনিও গ্রিজম্যান, এনগোলো কন্তে, পল পোগবা, ওসমানে দেম্বেলে কিলিয়ান এমবাপের মত তারকারাই ভরসা ফরাসি কোচের। সি গ্রুপের শীর্ষে থেকেই নকআউট পর্বে যাবে ফ্রান্স এমনটাই মনে করছেন বেশিরভাগ ফুটবল বিশেষজ্ঞরা।


অস্ট্রেলিয়া 


রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে যেতে অনেক ঘাম ঝড়াতে হয়েছে অস্ট্রেলিয়াকে। প্লে-অফের বাধা টপকে রাশিয়া বিশ্বকাপে সকারুরা। অ্যাঞ্জে পস্তেকোগলু পদত্যাগ করায় বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দায়িত্বে বার্ট ফান মারউইক। তারুণ্যই অজিদের বড় ভরসা বিশ্বকাপে। ফ্রান্স, ডেনমার্ক, পেরুর মত দলের বিরুদ্ধে লড়াই করে গ্রুপ পর্বের বাধা টপকানো অস্ট্রেলিয়ার জন্য বেশ কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।  


পেরু


১৯৮২ সালের পর আবার রাশিয়ায় বিশ্বকাপে ফিরেছে পেরু। উত্তর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পঞ্চম হওয়ায় প্লে-অফে নিউ জিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে পেরু।দলের অধিনায়ক পাওলো গুয়েরেরোর ওপর ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় একটু হলেও স্বস্তিতে পেরু। বাছাই পর্বে পেরু কিছু কিছু ম্যাচে বেশ ইতিবাচক ফুটবল খেলেছে। কোচ রিকার্ডো গ্যারেসা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে রাশিয়ায় ভাল কিছু করার জন্য মুখিয়ে রয়েছেন।


ডেনমার্ক


২০১২ সালের ইউরো কাপের পর বড় কোনও আসরে খেলা হয়নি ডেনমার্কের। বিশ্বকাপের বাছাই পর্বে প্লে-অফে আয়ারল্যান্ডকে হারিয়ে রাশিয়ার টিকিট পায় ডেনিশরা।ডেনমার্কের বড় ভরসা ক্রিশ্চিয়ান এরিকসেন। সি - গ্রুপে একমাত্র ফ্রান্সকে বিপদে ফেলতে পারে এই ডেনমার্কই, এমনই মত ফুটবল বোদ্ধাদের। 


আরও পড়ুন- মহারণের সমীকরণ : গ্রুপ A