জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা (BAN vs SL, World Cup 2023)। চলতি কাপযুদ্ধের ৩৮ নম্বর ম্য়াচে, দেশের রাজধানীতে লেখা হয়ে গেল বিশ্বকাপে ছক্কা হাঁকানোর ইতিহাস! এদিন শ্রীলঙ্কার ইনিংসের ১১ নম্বর ওভারে, তানজিম হাসানকে ছক্কা হাঁকান শ্রীলঙ্কার ক্য়াপ্টেন কুশল মেন্ডিস। এটি চলতি কাপযুদ্ধের ৪৬৪ নম্বর ছয়। এখনও লিগ পর্যায়ে কিছু ম্য়াচ বাকি রয়েছে। বোঝাই যাচ্ছে যে, এবার ফাইনাল পর্যন্ত আরও ছয়ের বর্ষায় ভেসে যাবে বিশ্বকাপ। এর আগে ২০১৫ বিশ্বকাপ দেখেছিল ৪৬৩টি ছয়। অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপে সেই রেকর্ড হয়েছিল। এবার সেটাই ভেঙে গেল ভারতে। লেখা হল নতুন ইতিহাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Angelo Mathews | BAN vs SL: হেলমেট পেতে দেরি, যাহ্ ক্রিকেটার আউট! রাজধানীতে ক্রিকেট ইতিহাস


দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্য়ান্ড ভারতীয় ব্য়াটাররা বিশ্বকাপকে ছয়ের প্রদর্শনী হিসেবেই দেখছেন। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারা দল হিসেবে রামধনু দেশ নিজেদের নাম লিখিয়েছে। ৮২ টি ছয় মেরেছে প্রোটিয়া বাহিনী। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের ৭৬ ছয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন টেম্বা বাভুমারা। দক্ষিণ আফ্রিকার পরেই রয়েছে নিউ জিল্যান্ড (৬৬টি ছয়), অস্ট্রেলিয়া (৬৪টি ছয়) ও ভারত (৫৪টি ছয়)। যদি ব্য়ক্তিগত ছয় মারার রেকর্ড দেখা হয়, তাহলে শীর্ষে 'হিটম্য়ান' রোহিত শর্মা। ২২টি ছয় মেরেছেন ভারত অধিনায়ক। রোহিতের পরেই অজি মারকুটে ব্য়াটার ডেভিড ওয়ার্নার (২০)। তিনে পাকিস্তানের ফখর জমন ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। যুগ্ম ভাবে তাঁরা ১৮টি ছয় মেরেছেন। ভারতীয়দের মধ্যে ছয় হাঁকানোয় রোহিতের পর রয়েছেন শ্রেয়স আইয়ার (১১) ও বিরাট কোহলি (৬)।


দেখে নেওয়া যাক বিগত সাত বিশ্বকাপে ছক্কা হাঁকানোর পরিসংখ্যান
২০২৩ (৪৬৪, আরও হবে)
২০১৯  (৩৫৭)
২০১৫  (৪৬৩)
২০১১   (২৫৮)
২০০৭  (৩৭৩)
২০০৩  (২৬৬)
১৯৯৯   (১৫৩) 


আরও পড়ুন: Virat Kohli | Ravi Shastri: 'ও আর গরম টিনের ছাদে বসা বিড়াল নয়'! শাস্ত্রীর চোখে কোহলির বিরাট বদল



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)