জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বজয়ের মুকুট হাতে তোলার মুহুর্তে লিওনেল মেসির পরনে ছিল আর্জেন্টিনার পয়া সাদা নীল আইকনিক জার্সিটি। কিন্তু তাঁর উপরেই ছিল কালো এবং সোনালি রঙের একটি জোব্বা। এই জোব্বা তাঁকে পরিয়ে দেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। মেসি বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নেওয়ার ঠিক আগে তাঁকে পরিয়ে দেওয়া হয় এই পোশাক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই জোব্বার নাম বিষ্ট। এটি উটের লোম এবং ছাগলের পশম দিয়ে তৈরি একটি পোশাক যা আরব বিশ্বে বিশেষ অনুষ্ঠানে পরা হয়। এটি এমন একটি পোশাক যা মূলত রয়্যালটি অথবা ধর্মীয় নেতারা পরিধান করেন।


ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও আমিরের পাশে ছিলেন যখন মেসিকে বিষ্ট পরান হচ্ছিল।


যদিও, তিনি ট্রফিটি হাতে তুলে নেওয়ার পরে দলের সঙ্গে ছবি তোলেন এবং তারপরেই তাঁকে আর এই বিষ্ট পরে দেখা যায়নি। তাঁকে তিনটি তারা সহ একটি আর্জেন্টিনার জার্সি পরে দেখা।


আরও পড়ুন: FIFA World Cup 2022, Emiliano Martinez: বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ের পরে 'অশ্লীল' অঙ্গভঙ্গি এমিলিয়ানো মার্টিনেজের


অনুষ্ঠানের সময় মেসির আর্জেন্টিনার জার্সির কিছু অংশ ঢেকে যায় বিষ্টে। অনেকেই মনে করছেন এই ঘটনা সুচারুভাবে করা হয়েছে যাতে তাঁর ট্রফি তোলার আইকনিক ছবিগুলি প্রতিবার মনে করিয়ে দেয় কাতারের কথা।


আরও পড়ুন: FIFA World Cup Final 2022: ম্যাচ জেতার পরে গোলপোস্টের জাল কেন কেটে পুড়িয়ে দিলেন মেসিরা?


অন্যদিকে অনেকেই মনে করছেন কাউকে বিষ্ট উপহার দেওয়া সাধারণত সেই ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য করা হয়। এবারের বিশ্বকাপে মেসি তার জাতীয় দলের হয়ে বিশ্বজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এই বিষ্ট পরানো স্বাভাবিক বলেও মনে করছেন অনেকেই।


এই ঘটনা স্থানীয় সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত প্রশংসা পেলেও পশ্চিমি ট্যুইটার ব্যবহারকারীরা স্পোর্টস ওয়াশিংয়ের অভিযোগ করেন। পাবলো জাবালেতা জিজ্ঞাসা করেন, ‘কেন? এটা করার কোনও কারণ নেই’। অন্যদিকে গ্যারি লিনেকার বলেছেন যে ‘একটি জাদুকরি মুহূর্ত’ চলাকালীন ‘তার জার্সি ঢেকে রাখা লজ্জাজনক’।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)