নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এবার ফেভারিট কোন দল? চমক দেবে কারা? এসব নিয়ে বিশেষজ্ঞরা মতামত জানাতে শুরু করে দিয়েছেন। ক্রিকেট মহলের সিংহভাগ বিশেষজ্ঞ ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে ফেভারিটের তালিকায় রাখছেন। সেখানে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর বলে দিলেন এবার বিশ্বকাপ বিলেতের মাটি থেকে ভারতেই আসছে। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও ফেভারিটের তালিকায় সবার ওপেরই রয়েছে টিম ইন্ডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বইয়ে তেন্ডুলকর মিডলসেক্স গ্লোবাল অ্যাকাডেমির সামার ক্যাম্পে সচিন বলেন, "ওটা (বিশ্বকাপ ট্রফি)ভারতেই আসবে।" ভারতীয় ক্রিকেট লেজেন্ড বলেন, " আমি বলছি, এবার ইংল্যান্ডে খুব গরম পড়বে। আপনারা যদি দেখে থাকেন শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ইংল্যান্ডের উইকেট ছিল দারুন। সূর্য ওঠার পরেই প্রচণ্ড গরম আর তার ফলে উইকেট সহজ হয়ে যেত।" ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে তুলনা করে মাস্টার আরও বলেন," আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবারও পরিস্থিতি এবং আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। আকাশ মেঘে ঢাকা থাকলেই তবে পরিস্থিতি বদলাবে। তখনই কেবলনাত্র বল একটু নড়াচড়া করবে। সেটা পৃথিবীর যেকোনও প্রান্তেই হতে পারে। আমি মনে করি না যে সেটা খুব বেশি সময় ধরে হবে। তাও সেটা কয়েক ওভারের জন্য। কিন্তু সূর্য উঠলেই খুব বেশি বল সুইং করবে না।"  


আরও পড়ুন - IPL 2019: প্লে-অফের আগে বড় ধাক্কা খেল দিল্লি, ছিটকে গেলেন রাবাদা