নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা খেল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কার্ডিফে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নেমেই বিপত্তি। কার্ডিফে ফিল্ডিং করার সময় চোট পেলেন লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো। এমনকী তাঁকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আভিষ্কার চোট নিয়ে চিন্তার ভাঁজ লঙ্কা শিবিরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



শুক্রবার কার্ডিফে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে গুরুতর চোট পান শ্রীলঙ্কার ওপেনার আভিষ্কা ফার্নান্দো৷ ম্যাচের ১৮তম ওভারে প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসির একটা শট আটকাতে গিয়ে প্র্যাকটিস পিচে পা পিছলে পড়ে যান তিনি। গোড়ালিতে গুরুতর চোট পাওয়ায় তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এক্স-রে রিপোর্ট হাতে পাওয়ার পরই আভিষ্কার চোটের পরিস্থিতি বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।



বিশ্বকাপের আগে ৬টি একদিনের ম্যাচে খেলেছেন ২১ বছর বয়সী আভিষ্কা। শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে এবার চমক ছিলেন এই ক্রিকেটারটি৷ কিন্তু ওয়ার্ম আপ ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় দেখা দিতে পারে। সবমিলিয়ে বিশ্বকাপের আগেই দুশ্চিন্তা দ্বীপরাষ্ট্রের ক্রিকেট দলে।


আরও পড়ুন - ICC World Cup 2019: ফটো-শুটে মেতে উঠল টিম ইন্ডিয়া