নিজস্ব প্রতিবেদন : জো রুট, জেসন রয়, জনি বেয়ারস্টো, মঈন আলি, ক্রিস ওকস, স্যাম কুরান, স্টুয়ার্ট ব্রড। বলতে পারেন, পূর্ণশক্তির ইংল্যান্ড দল। সেই দল কিনা আয়ারল্যান্ডের সামনে এভাবে ভেঙে পড়ল! তাও আবার নিজেদের ঘরের মাঠে! আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ব্যাট করতে নেমে মাত্র ৮৫ রানে শেষ সদ্য বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড। ব্রিটিশদের এমন অবস্থা দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না ক্রিকেট সমর্থকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  সরফরাজ বাদ! পাকিস্তান দলের নতুন অধিনায়ক বেছে দিলেন শোয়েব আখতার



লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন জো রুট। শুরুতেই বিপর্যয়। দুই ওপেনার রোরি বার্নস ও জেসন রয় ফেরেন দ্রুত। এর পর জো রুট ফেরেন ব্যক্তিগত দুই রানে। তার পর একে একে ইংরেজ ব্যাটসম্যানরা এলেন আর ফিরলেন। জো ডেনলি দলের হয়ে সর্বোচ্চ (২৩) রান করলেন। লর্ডসে যেন আচমকাই লজ্জার রেকর্ড নেমে এল ইংল্যান্ডের জন্য। মাত্র কিছুদিন আগে বিশ্বজয়ী ইংল্যান্ড দলের এমন শোচনীয় অবস্থা কেন! তা হলে কি আত্মতুষ্টিতে এমন অবস্থা? নাকি বিশ্বজয়ের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা দল। তাই প্রস্তুতিতে খামতি রয়ে গিয়েছিল! 


আরও পড়ুন-  প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের সংগঠনকে স্বীকৃতি দিল বিসিসিআই!


আয়ারল্যান্ডের মিডিয়াম পেসার টিম মুরতাগ একাই পাঁচ উইকেট নিয়েছেন। ৯ ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন তিনি। মার্ক অ্যাডেয়ার নিয়েছেন তিনটি উইকেট।